কলকাতার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত এই পুরস্কার শিক্ষাক্ষেত্রে তাঁদের অসামান্য অবদান এবং শিক্ষার্থীদের প্রতি নিরলস পরিশ্রমের জন্য দেওয়া হয়েছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সেমিনার হলে বিশিষ্ট অতিথিবর্গদের উপস্থিতিতে পুরুলিয়ার শিক্ষক দুর্গাদাস মন্ডল ও শিক্ষক নিমাই কুমারের হাতে এই পুরস্কার তুলে দেন টেকনো ইন্ডিয়া গ্রুপের সদস্যেরা।
আরও পড়ুনঃ পুরুলিয়ায় দিনেদুপুরে দুঃসাহসিক চুরি! সোনার দোকানে ঢুকে প্রায় ২৫ লক্ষের গয়না নিয়ে পালাল ২ দুষ্কৃতী
advertisement
প্রায় ৩১ বছর ধরে কাশীপুরের ঐতিহ্যবাহী পঞ্চকোট রাজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করছেন দুর্গাদাস মন্ডল। অন্যদিকে প্রায় ৪০ বছর ধরে বলরামপুরের চন্ডিতলা শিক্ষা নিকেতনে শিক্ষকতা করছেন নিমাই কুমার। তাঁদের শিক্ষাগত জীবন এবং ছাত্রদের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা দু’জনকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। শিক্ষক দুর্গাদাস মন্ডল জানান, “একজন শিক্ষক হিসেবে এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত গর্বিত। আমি এই পুরস্কার আমার বিদ্যালয়কে উৎসর্গ করছি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে বলরামপুরের চন্ডিতলা শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক নিমাই কুমার বলেন, এই পুরস্কার পেয়ে খুবই ভাললাগছে। আমি আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের এই পুরস্কার অর্পণ করছি। করণ তাঁরা না থাকলে এই পুরস্কার হয়তো আমার পক্ষে পাওয়া সহজ ছিল না। শিক্ষাক্ষেত্রে তাঁদের কাজের প্রতি এই প্রশংসা শুধু তাঁদের একার নয়, বরং সমগ্র পুরুলিয়া জেলার জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়।





