স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরে বিভাস ও পলাশ একটি স্কুটিতে করে চা খেতে গৌরাঙ্গ সেতু রোডে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কৃষ্ণনগরগামী একটি দ্রুতগতির চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিভাসের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।
আরও পড়ুনঃ মাদক কিনতে বাড়ির রেশন বিক্রি! হাতেনাতে পাকড়াও যুবক, তারপর…! জলপাইগুড়িতে যা ঘটল
advertisement
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ পলাশকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গৌরাঙ্গ সেতু সংলগ্ন নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিনের পর দিন অসতর্কভাবে গাড়ি চালানোর প্রবণতা যেন বেড়েই চলেছে। সেই কারণে জেলাজুড়ে একের পর এক পথ দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। পুলিশ প্রশাসনের একাধিকবার সতর্কমূলক অভিযানের পরেও বেশ কিছু গাড়ি চালকের হুঁশ ফিরছে না। আজ এই পথ দুর্ঘটনারই শিকার হলেন দুই যুবক।