নতুন বছরকে স্বাগত জানাতে যখন নাচ গান আনন্দর পাশাপাশি কেউ ঘুরতে যান চিড়িয়াখানা, কেউ আবার পার্কে, অনেকে যেমন করে থাকেন পিকনিক, ঠিক তেমন ভাবেই এদিন বনভোজনে অংশ নিলেন প্রায় ২০০টি গোপাল ঠাকুর। এদিন গোপালের বনভোজন ও মিলন উৎসব ঘিরেই রীতিমতো উৎসবের চেহারা নিল সীমান্ত শহর।
advertisement
বনগ্রাম হরিভক্তি প্রচারণী সভার উদ্যোগে হরিনাম সংকীর্তনে মধ্যে দিয়ে এই ভগবান গোপালের বনভোজন মহোৎসব পালন করা হয়। ভোগ প্রসাদেও ছিল নানা খিচুড়ি পায়েস-সহ সুস্বাদু খাবার। সব শেষ ভগবান গোপালের নামে উৎসর্গ করা ভোগ বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে।
এদিনের এই ভগবানের বন মহোৎসব দেখতেই দূর-দূরান্ত থেকে সকল বয়সের মানুষ হাজির হয়েছিলেন বনগাঁয়। হরেক রকমের সাজ পোশাক ও অলংকারে সেজে নিজ নিজ গৃহ দেবতারা হাজির হয়েছিলেন এই পিকনিকে। দেবতাদের এই বনমহোৎসবে শামিল হয়ে আনন্দে মাতলেন ভক্তরাও।
Rudra Narayan Roy