সাইকেলে চেপে প্রায় তিন হাজার কিলোমিটারের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেবেন অশোকনগরের এই দুই বন্ধু। তাঁদের লক্ষ্য কেদারনাথ সহ পঞ্চকেদার দর্শন। রাস্তায় বিভিন্ন পেট্রোল পাম্পে থেমে বা টেন্ট খাটিয়ে রাত্রিযাপন করবেন অর্জুন ও শুভজিৎ।
আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে উমার আগমনী বার্তা! ঘণ্টা-শঙ্খে মুখরিত আশ্রম, দৃশ্য দেখলে মন ভালো হয়ে যাবে
advertisement
প্রতিদিনের ব্যবহারের সাইকেল সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছেন এই দুই যুবক। তেরঙ্গা পতাকা ও গেরুয়া বসনে ভোলেনাথের নাম উচ্চারণ করে প্যাডেল শুরু করেন তাঁরা। দেশ ভ্রমণের ইচ্ছে ছিল, সাংসারিক চাপে সেই সামর্থ্য হয়ে ওঠেনি। তাই কেদারনাথ যাওয়ার সিদ্ধান্ত নেন অর্জুন। এই যাত্রায় বন্ধুকে তো আর একা ছাড়া যায় না! তাই বাধ্য হয়ে শুভজিৎও যাত্রাপথের সঙ্গী হলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবার-পরিজন শুরুতে আপত্তি করলেও, পরস্পরের উপর আস্থা থাকায় ও অর্জুন-শুভজিতের বন্ধুত্বকে মর্যাদা দিতে শেষ পর্যন্ত অনুমতি মেলে। এদিন তাঁদের যাত্রা শুরুর মুহূর্তে উপস্থিত থেকে এলাকার শতাধিক মানুষ শুভেচ্ছা জানান। অনেকেই ভোলেনাথের উদ্দেশে দক্ষিণা ও মনস্কামনা তুলে দিয়েছেন দুই বন্ধুর হাতে, যেন তাঁদের মারফত পূর্ণ হয় প্রার্থনা। মা ও সন্তানকে রেখে পথে বেরনো এই দুই বন্ধুর যাত্রা যেন প্রমাণ করে বিপদে-আপদে বন্ধু পাশে থাকলে অসম্ভবকেও জয় করা সম্ভব। কবে দুই সাহসী বন্ধু সাফল্যের সঙ্গে কেদার ধাম জয় করে ফিরে আসবেন, আপাতত সেই অপেক্ষাতেই রয়েছে এলাকাবাসী।