জন্মাষ্টমীতে উমার আগমনী বার্তা! ঘণ্টা-শঙ্খে মুখরিত আশ্রম, দৃশ্য দেখলে মন ভালো হয়ে যাবে

Last Updated:

ভোর থেকেই আশ্রমে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য ভক্ত, ঘণ্টা, শঙ্খ ও বৈদিক মন্ত্রোচ্চারণে মুখরিত হয় চারদিক

+
জলপাইগুড়ি

জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে কাঠামো পুজো চলছে

জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ জন্মাষ্টমী তিথিতে উমার আগমনী বার্তা! জলপাইগুড়ির বাতাসে পুজোর গন্ধ। সকাল থেকেই রামকৃষ্ণ মিশন আশ্রমে উমার আগমনের কাঠামো পুজোর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। ভক্তি, আস্থা ও আধ্যাত্মিকতার আবহে আজ সকাল থেকে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে শুরু হয় কাঠামো পুজো। এই বিশেষ আচার ঘিরে আশ্রম প্রাঙ্গণ যেন পবিত্রতার আবহে ভরে ওঠে।
ভোর থেকেই আশ্রমে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য ভক্ত। ঘণ্টা, শঙ্খ ও বৈদিক মন্ত্রোচ্চারণে মুখরিত হয় চারদিক। পূজার সময় উপস্থিত ভক্তরা জানালেন, এটি এক অন্যরকম অনুভূতি, যেন আধ্যাত্মিক স্পর্শে অন্তরের সমস্ত অশান্তি মিলিয়ে গিয়ে মন ভরে ওঠে শান্তি ও আনন্দে।
আরও পড়ুনঃ নেশা করতে বারণ করায় বচসা, নিজের গলাতেই ব্লেড চালালেন যুবক! তারপর…? রায়দিঘিতে শোরগোল
আশ্রমের সন্ন্যাসীরা জানান, এই কাঠামো পুজো উমার আগমনের সূচনা। মা দুর্গার আগমন আসন্ন- এই বার্তাই যেন ভক্তদের মনে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে। মন্ত্রপাঠের মধ্য দিয়ে কাঠামো পূজা সম্পন্ন হলে ভক্তদের উদ্দেশে প্রসাদ বিতরণ করা হয়। আশ্রম প্রাঙ্গণে ভিড় সামলাতে সক্রিয় ছিলেন স্বেচ্ছাসেবকেরা। বয়স্ক থেকে শিশু- এদিন সব বয়সের মানুষ ভিড় জমান। অনেকেই মনে করেন, রামকৃষ্ণ মিশনের এই পুজোর পরিবেশ অন্যরকম এক প্রশান্তি দেয়, যা সাধারণ পূজার থেকে আলাদা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জন্মাষ্টমীর দিন উমার আগমনের কাঠামো পুজো একদিকে ধর্মীয় ঐতিহ্য রক্ষা করছে, অন্যদিকে সমাজে ভক্তি ও সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দিচ্ছে। শহরের এক ভক্ত বললেন, ‘প্রত্যেক বছর এই দিনে আসি। মনে হয় মা সত্যিই এসে গিয়েছেন’।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জন্মাষ্টমীতে উমার আগমনী বার্তা! ঘণ্টা-শঙ্খে মুখরিত আশ্রম, দৃশ্য দেখলে মন ভালো হয়ে যাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement