আরও পড়ুন: জেনে নিন খুকরির ইতিবৃত্তান্ত, জানেন কি গোর্খারা এটি পুজো করে!
বাংলার বিখ্যাত পর্বতারোহী মলয় মুখার্জির সঙ্গে এই সাইকেল যাত্রায় সঙ্গী হচ্ছেন তাঁর বন্ধু পার্থপ্রতিম হাজরা। কম্বোডিয়া থেকে থাইল্যান্ড সাইকেল যাত্রা প্রসঙ্গে তাঁরা জানান, প্রায় দুই বছর আগে থেকে এই অভিযানের পরিকল্পনা। যাত্রা শুরুর আগে প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণ। এই যাত্রায় তাঁদের সঙ্গে থাকছে পরিবেশ সচেতনতার কথা লেখা প্ল্যাকার্ড, টি-শার্ট এবং লিফলেট। বার্তায় গাছ এবং বন্যপ্রাণী রক্ষা, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সাইকেল চালানোর ফলে শরীর সুস্থ থাকার পাশাপাশি পরিবেশও সুস্থ থাকবে, এটাই বার্তা মলয়বাবুদের। দুই বন্ধু এই সাইকেল ট্যুরের নাম দিয়েছেন ভারত-কম্বোডিয়া-থাইল্যান্ড ফ্রেন্ডশিপ সাইকেল ট্যুর, ২০২৪। এই প্রসঙ্গে পর্বতারোহী মলয় মুখার্জি জানান, খরচ বাঁচাতে কলকাতা থেকে সাইকেল বহন করে নিয়ে যাওয়া হচ্ছে না। কম্বোডিয়ার পরিচিত একটি সংস্থা সাইকেলের ব্যবস্থা করে দিচ্ছে। সিয়াম রিপ থেকে সাইকেল যাত্রা শুরু হবে। সেখানে বিশ্বের বৃহত্তম বিষ্ণু মন্দির অঙ্করভাটে যাওয়া হবে। ওখানের ওই সাংস্কৃতি ঐতিহ্য দেখা, একই সঙ্গে পরিবেশ সচেতনতা লিফলেট বিলি করবেন। প্রতিদিন ৭০ থেকে ৮০ কিলোমিটার সাইকেল চালিয়ে ১২ দিনে পার করবেন ৭০০-৮০০ কিমি পথ।
রাকেশ মাইতি