যে যার কাজ সেরে বিকেল অথবা সন্ধায় বাড়ি ফেরা। বন্ধুদের সঙ্গে আড্ডা গল্পের মাঝেই রাহুল জিৎ স্থির করে পার্ট টাইম ব্যবসা করবে। তবে কোন ব্যবসা করবে সেটা নিয়ে বেশ কিছুদিন ভাবনা চিন্তা শুরু হয়। তারপর স্থির করে স্মোক বিস্কুট পানের ব্যবসা। সেই মত দুই বন্ধু স্বপ্ন পূরণের ব্যবসা শুরু করে। শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল কম ইনভেস্টে ব্যবসা শুরু। তাদের ভাবনা উপযোগী ব্যবসা মনে হয় স্মোক পান, স্মোক বিস্কুট, স্মোক ক্যাডবেরির। এর প্রতি যুব সমাজের আগ্রহ রয়েছে। তাদের এই ব্যবসা মূলত সন্ধ্যাকালীন।
advertisement
আরও পড়ুন:শোলার তৈরি জিনিসের ব্যাপক চাহিদা থাকলেও শিল্পীদের সংসারে হাঁড়ির হাল
দুই বন্ধু কাজ সেরে একজায়গায় মিলিত স্মোকের ঝুলি নিয়ে গন্তব্যে পাড়ি। গত প্রায় ৪-৫ মাস পার করেছে দুই বন্ধুর এই ব্যবসা। মেলা অনুষ্ঠানের পাশাপাশি বিয়ে বাড়ির মত অনুষ্ঠানে বরাতও মিলছে। এবার হাওড়ার আন্দুলের ঐতিহ্যবাহী রথের মেলাতেও স্টলদিয়েছে। গরমের তুলনায় কম চাহিদা হলেও এই হালকা শীতের সন্ধায় খুব কম নয় ক্রেতাদের আগ্রহ।
আরও পড়ুন:কনফার্ম টিকিট বাতিল করবেন? কোন সময় ট্রেনের টিকিট বাতিলে কত টাকা ফেরত পাবেন, রইল লিস্ট
এ প্রসঙ্গে জিৎ এবং রাহুল জানায়, যেহেতু এই স্মোক ঠান্ডা। তাই শীতের মরশুমে কিছুটা চাহিদা কম। গরমের সময় দারুণচাহিদা থাকে। তারা আরও জানায়, নিজেদের কাজের পাশাপাশি পার্টটাইম কোন কিছু কাজ করার চিন্তাভাবনা দীর্ঘদিন ধরেই ছিল। বর্তমানে স্মোক বিস্কুট ক্যাডবেরি বা পানের চাহিদা রয়েছে। জেলাতে এর স্টলও খুব বেশি নেই। তাই সাত-পাঁচ বেশি না ভেবে ব্যবসা শুরু করে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি





