Howrah News: শোলার তৈরি জিনিসের ব্যাপক চাহিদা থাকলেও শিল্পীদের সংসারে হাঁড়ির হাল

Last Updated:

দিনে ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করে সেভাবে পারিশ্রমিক মেলে না। একজন দক্ষ কারিগর সারাদিন কাজ করে ২০০-২৫০ টাকা পায়।

+
যে

যে কয়েকটি কারণে শিল্পীদের সুদিন ফিরতে পারে

হাওড়া: চাহিদা থাকলেও মুখে হাসি নেই শোলা শিল্পীদের। বাংলার ঐতিহ্য এই শোলা শিল্প। শোলার নানা কারুকার্যের মধ্যে অন্যতম ডাকের সাজ। এই সাজের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। শোলার তৈরি জিনিসের সারা বছর কম বেশি চাহিদা থাকলেও পুজোর কয়েক মাস আগে সেই চাহিদা সবচেয়ে বাড়ে। সেই সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠানে শোলার তৈরি সামগ্রী ব্যবহার হয়। কিন্তু শিল্পীদের দুরবস্থা দেখলে চোখে জল আসবে।
শোলা দিয়ে তৈরি ছোট বড় নানা ডিজাইনের চাঁদ মালা, গোড়ে মালা, বিভিন্ন ধরনের ফুল, মুকুট, বিয়ের টোপর সহ নানা সামগ্রী তৈরি হয়। সাধারণত এই শোলার কাজ যারা করেন তাঁরা মালাকার নামে পরিচিত। বংশ-পরম্পরায় এই কাজের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে নতুন প্রজন্মের মধ্যে পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হ।ওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। দিনে ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করে সেভাবে পারিশ্রমিক মেলে না। একজন দক্ষ কারিগর সারাদিন কাজ করে ২০০-২৫০ টাকা পায়।
advertisement
advertisement
এর‌ উপর উপর শোলা গাছের দাম বৃদ্ধিতে বেড়েছে খরচ। কয়েক বছর আগে পর্যন্ত শোলা শিল্পে হাওড়া জেলায় প্রচুর কাঁচামালের যোগান ছিল। তখন কাঁচামালের দামও ছিল কম। কিন্তু এখন শোলার ক্ষেতের পরিমাণই অনেকটা কমে গিয়েছে। আর তাতেই বেড়েছে দাম। বর্তমানেও জেলার বেশ কিছু পরিবার শোলা শিল্পের উপর নির্ভর। তেমনই আমতা উদং বাজার সংলগ্ন কিছু পরিবার শোলা শিল্পের সঙ্গে যুক্ত। সেখানকার দক্ষ কারিগর নন্দলাল দাস ও তাঁর দুই ভাই শোলা শিল্পের কাজ করছেন। এই প্রসঙ্গে নন্দলালবাবু জানান, সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও সেভাবে পারিশ্রমিক মেলে না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
বাংলার ঐতিহ্য শোলা শিল্প। দীর্ঘদিন শোলা ও শোলা শিল্প নিয়ে চর্চা করছেন শিক্ষক প্রদীপ রঞ্জন রীত। এ প্রসঙ্গে প্রদীপবাবু জানান, শোলার তৈরি জিনিসের চাহিদা রয়েছে। এক শ্রেণির ব্যবসায়ী এই শিল্প থেকে ভাল পরিমান লাভ পায়। কিন্তু যারা এই শিল্পের প্রাণ সেই কারিগরদের সংসারে হাড়ি চড়ে না।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: শোলার তৈরি জিনিসের ব্যাপক চাহিদা থাকলেও শিল্পীদের সংসারে হাঁড়ির হাল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement