Asansol News: ফসিলসের গান শোনার জন্য হুড়োহুড়ি, অনুষ্ঠান দেখতে এসে হাসপাতালে ঠাঁই
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
আসানসোল উৎসবের অনুষ্ঠান শুরুর মুহূর্তে যখন অতিথিরা ঢুকতে শুরু করেন তখনই হুড়োহুড়ি পড়ে যায়। সেই ভিড়ের চাপে বেশ কয়েকজন পড়ে যান। তার ফলেই অনুষ্ঠান দেখতে আসা বেশ কয়েকজন আহত হন
পশ্চিম বর্ধমান: সকাল থেকেই ছিল হুড়োহুড়ি। টিকিট পেতে ছিল লম্বা লাইন। ৬০০০ আসনের বন্দোবস্ত থাকলেও তখনও হাজার হাজার মানুষ ছিলেন অপেক্ষায়। যখন তখন পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে সেই আশঙ্কা ছিল। নিরাপত্তার কাজে হাত লাগিয়েছিলেন বহু পুলিশকর্মী। কিন্তু তবুও দুর্ঘটনা রোখা গেল না। আসানসোল উৎসবে বাংলা রক ব্যান্ড ফসিলসের অনুষ্ঠান দেখতে এসে আহত হলেন বেশ কয়েকজন। তাঁদের শেষে ঠাই হল হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল উৎসবের অনুষ্ঠান শুরুর মুহূর্তে যখন অতিথিরা ঢুকতে শুরু করেন তখনই হুড়োহুড়ি পড়ে যায়। সেই ভিড়ের চাপে বেশ কয়েকজন পড়ে যান। তার ফলেই অনুষ্ঠান দেখতে আসা বেশ কয়েকজন আহত হন। যদিও আয়োজক ও নিরাপত্তা কর্মীদের তৎপরতার তাঁদের সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৬ জনকে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
তবে আহতদের পরিবারের দু-একজন সদস্য অভিযোগ করছেন, বিপুল মানুষের ভিড় হয়েছিল অনুষ্ঠান দেখার জন্য। কিন্তু অত ভিড় সামাল দেওয়ার মত ব্যবস্থা করে উঠতে পারেননি আয়োজকরা। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যে পরিমাণ নিরাপত্তা আয়োজন করার দরকার ছিল সেই ব্যবস্থা করা হয়নি। তার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন তাঁরা।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 7:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol News: ফসিলসের গান শোনার জন্য হুড়োহুড়ি, অনুষ্ঠান দেখতে এসে হাসপাতালে ঠাঁই