ওই দলের হাতের স্পিরিটের বোতল ওই দুই মহিলা পুলিশকর্মীর পায়ে পড়ে যায়। পাশে আগুনের খেলা চলায় মুহুর্তের মধ্যে দুই উর্দিধারীর পায়ে আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি দু’জনের পায়ের আগুন নিভিয়ে তাঁদের চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ মাথায় কুমড়ো-আনারস থেকে কুমিরের বাচ্চা! কালীপুজোর পরেই ‘রঙিন’, চুলের উত্সব কোথায় হচ্ছে জানেন?
advertisement
প্রসঙ্গত, কালীপুজো, ভাইফোঁটা মিটে গিয়েছে বেশ কয়েকদিন। তবে এখনও অনেক জায়গায় প্রতিমা বিসর্জন হচ্ছে। সিউড়িতেও একটি ক্লাবের বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল। সেখানে কর্তব্যরত থাকা দুই মহিলা পুলিশকর্মীর পায়েই আগুন লেগে যায়।
আগুনের খেলা দেখানো দলের স্পিরিটের বোতল দু’জনের পায়ে পড়ে যাওয়ায় বিপদ ঘটে। এরপর তড়িঘড়ি দু’জনের পায়ের আগুন নিভিয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার জন্য দুই মহিলা পুলিশকর্মীকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
