বেশ কিছু কাহিনি প্রকাশিত, তবে এবার মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের জীবন অধ্যায় সবার সামনে তুলে ধরা হয়েছে। আর্কাইভে এবার মেদিনীপুরের কথা। ঘুরে দেখে জানতে পারবেন মেদিনীপুরের স্বাধীনতার সংগ্রামের কাহিনি।
advertisement
স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মেদিনীপুর সেন্ট্রাল জেলের নানা অজানা কাহিনি অপ্রকাশিত। মেদিনীপুরের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুকে চিনলেও বহু বিপ্লবীদের নাম জানেন না অনেকেই। তাই সকলের সামনে এক নতুন ইতিহাস রচনা করল জেল কর্তৃপক্ষ। নানান তথ্যের সম্বলিত ‘ফ্রিডম ফাইটারস আর্কাইভ’ চালু হল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। ইতিমধ্যেই সেই আর্কাইভ মিউজিয়ামের উদ্বোধন করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা সংশোধনাগারের সুপার বিনোদ সিং ও মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান-সহ জেল পুলিশের অন্যান্য আধিকারিক এবং বেশকিছু স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যরা।
ব্রিটিশ পরাধীনতা থেকে দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন ক্ষুদিরাম বসু-সহ অনেকেই। পরাধীন ভারতের শৃঙ্খল মোচন করার জন্য হাসিমুখে আত্মবলিদান দিয়েছিলেন প্রদ্যোৎ কুমার ভট্টাচার্যরা। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারেই ফাঁসি হয়েছিল পাঁচ জন স্বাধীনতা সংগ্রামীর।মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ফ্রিডম ফাইটার্স আর্কাইভের দেওয়াল জুড়ে বিপ্লবের সেই অগ্নিযুগের ইতিহাস। রবিবার এবং ছুটির দিন ছাড়া সব দিনই খোলা থাকবে এই আর্কাইভ বলে খবর। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেখানে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্ষুদিরাম বসু, বিমল দাশগুপ্ত, জ্যোতিজীবন ঘোষ, প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য, অনাথবন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায়, নির্মলজীবন ঘোষ-সহ অখন্ড মেদিনীপুরের অসংখ্য স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের ইতিহাস লিখিত আকারে সংরক্ষণ করা হয়েছে এই আর্কাইভে। সেই সঙ্গেই জেলার আনাচে-কানাচে থাকা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও ছবি ও তথ্য আকারে লিপিবদ্ধ হয়েছে। এই কারাগারে স্বাধীনতা সংগ্রামীরা কীভাবে নিজেদের যন্ত্রণার দিন কাটিয়েছে তাও ফুটিয়ে তোলা হয়েছে। বিপ্লবীদের চিঠিপত্র, ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, স্বাধীনতা সংগ্রামের স্মৃতি-বিজড়িত নানা পেপার কাটিং, বিভিন্ন ধরনের ছবিও স্থান পেয়েছে এই আর্কাইভে।
কেন্দ্রীয় সংশোধনাগারের প্রধান প্রবেশদ্বারের ঠিক উল্টোদিকে অবস্থিত কর্নেল এম. এ. সিং গার্ড ভবনকে সংস্কার করে সেখানেই গড়ে তোলা হয়েছে এই আর্কাইভ। ভারতের স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুরের ভূমিকা এবং ইতিহাসকে এইভাবে সকলের সামনে উপস্থাপিত করার ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।





