Kali Puja:বন্যার কবল থেকে রক্ষা পেতে শুরু হয়েছিল এই পুজো, পূর্ব মেদিনীপুরের গ্রামে আজও অকালেই কালীপুজো
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
প্রতিবছরের মতো এবছরও এই গ্রামে অকাল-কালীপুজো ঘিরে পাঁচ দিনের মেলা বসেছে। প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান
পটাশপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: আজ থেকে প্রায় তিন দশক আগে, সালটা ছিল ১৯৯৫, ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের পুরুষোত্তমপুর গ্রাম। কালীপুজোর সময় প্রবল বর্ষণে বানভাসি হয়েছিল গ্রামবাসীরা। দেশজুড়ে যখন দীপাবলি উৎসব চলছিল, তখন মাঝরাতেই ঘর ছেড়ে উঁচু বাঁধে আশ্রয় নিতে হয়েছিল গ্রামবাসীদের। জলের তলায় চলে গিয়েছিল চাষের জমি। নষ্ট হয়েছিল বিঘার পর বিঘা চাষের জমি।
সে বছর গ্রামবাসীরা বন্যার কবল থেকে রক্ষা পেতে কালীপুজোর এক সপ্তাহ পরে, অকালে মা কালীর আরাধনা করেন। গ্রামের মাঝখানে উঁচু জায়গায় ছোট একটি মণ্ডপে পুজোর আয়োজন করা হয়। সেই থেকেই প্রতি বছর অকালেই কালীপুজার আয়োজন করে গ্রামবাসীরা।
প্রায় তিন দশক ধরে এখনও গ্রামের মাঝখানে এই পুজোর আয়োজন করা হয়। এখন এই পুজো গ্রামবাসীদের কাছে ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিবছর ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়। সুদৃশ্য মণ্ডপ, চোখ ধাঁধানো আলোকসজ্জা আর অনন্য সুন্দরী প্রতিমা। পুজোরে আয়োজনে শামিল হন এলাকার বিধায়ক থেকে শুরু করে জন প্রতিনিধিরা।
advertisement
advertisement
প্রতিবছরের মতো এবছরও এই গ্রামে অকাল-কালীপুজো ঘিরে পাঁচ দিনের মেলা বসেছে। প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর পাশাপাশি রয়েছে বস্ত্রদান, রক্তদান শিবির থেকে শুরু একাধিক সামাজিক কর্মসূচি
আয়োজকদের মধ্যে অন্যতম প্রণব কর বলেন, “পুরুষোত্তমপুর গ্রাম ১৯৯৫ সালে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছিল। গ্রামের মানুষরা বন্যার হাত থেকে রক্ষা পেতে কালীপুজোর এক সপ্তাহ পর অকালেই মা কালীর আরাধনা করেন। সেই শুরু। এখনও সেই ট্র্যাডিশন সমানে চলছে। এবারও পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে, প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।”
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal
First Published :
October 27, 2025 10:51 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kali Puja:বন্যার কবল থেকে রক্ষা পেতে শুরু হয়েছিল এই পুজো, পূর্ব মেদিনীপুরের গ্রামে আজও অকালেই কালীপুজো
