TRENDING:

West Medinipur: এক শরীরে ২টি মাথা, ২টি জিভ! মেদিনীপুরে দু’মুখো সাপ উদ্ধার, তীব্র চাঞ্চল্য এলাকায়

Last Updated:

West Medinipur: সর্প বিশারদ বলেন, একটি আশ্চর্যজনক ঘটনার সাক্ষী রইলাম। সাপটির দু'টো মাথায় পদ্ম চিহ্ন ছিল। বিরল প্রজাতির এই সাপ উদ্ধার নিয়ে এলাকায় রীতিমতো হুলুস্থূল কাণ্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ কথায় কথায় অনেকের মুখেই দু’মুখো সাপের কথা শোনা যায়। তবে এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সত্যি সত্যি দু’মুখো সাপ পাওয়া গেল। সেখানে একটি বিরল প্রজাতির দু’মুখো সাপ উদ্ধার হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর প্রাইমারি স্কুলের পাশ থেকে এই সাপটি উদ্ধার করা হয়। এই সাপটির দু’টি মুখ এবং দু’টি জিভ রয়েছে, যা খুবই বিরল। সর্প বিশারদ এই সাপটি উদ্ধার করেন। এর আগে কেউ এই সাপ দেখেননি বলে জানিয়েছেন এলাকাবাসী।
advertisement

ছোটবেলায় মা-ঠাকুমার মুখে পঞ্চমুখী সাপের গল্প অনেকেই শুনেছেন। বাস্তবে অবশ্য সাপের পাঁচটা মুখ খুঁজে পাওয়া যায়নি। তবে এবার এমন এক সাপ উদ্ধার হল যার দু’টো মুখ, দু’টো জিভ। দাসপুরের দাসপুর প্রাইমারি স্কুলের পাশে বরুণ সিনহার বাড়ি থেকে এই সাপ উদ্ধার করেন সর্প বিশারদ। এই ঘিরে এলাকা জুড়ে যেমন উত্তেজনা রয়েছে, ঠিক তেমনই আছে সাপ দেখার ভিড়।

advertisement

আরও পড়ুনঃ MSC ডিগ্রি রয়েছে? চাকরি মিলবে এবারে আইআইটি খড়গপুরে, দেরি না করে এখনই আবেদন করুন

সর্প বিশারদ বলেন, একটি আশ্চর্যজনক ঘটনার সাক্ষী রইলাম। দাসপুর থানার চাঁদপুর গ্রামের বরুণ সিনহার বাড়ি থেকে দু’মুখো সাপ উদ্ধার হল। সাপটির দু’টো মাথায় পদ্ম চিহ্ন ছিল। এটিকে পদ্ম গোখরো সাপ হিসেবেই ধরা হয়। যাকে মনোকলিড কোবর ও গ্রাম‍্যভাষায় গেঁড়িভাঙাও বলে। বিরল হল এই সাপের দু’টো মুখ, দু’টো জিভ, সবই দু’টো।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে অবহেলিত শাকসবজিই পুষ্টিগুণে ভরপুর! রোগ ঠেকাতে মহৌষধি, সুস্থ জীবনের চাবিকাঠির সন্ধান
আরও দেখুন

বিরল প্রজাতির এই সাপ উদ্ধার নিয়ে দাসপুরে রীতিমতো হুলুস্থূল কাণ্ড। এখনও উত্তেজনা ও ফিসফিসানি চলছে। আলোচনার কেন্দ্রে রয়েছে দু’মুখো সাপ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur: এক শরীরে ২টি মাথা, ২টি জিভ! মেদিনীপুরে দু’মুখো সাপ উদ্ধার, তীব্র চাঞ্চল্য এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল