ছোটবেলায় মা-ঠাকুমার মুখে পঞ্চমুখী সাপের গল্প অনেকেই শুনেছেন। বাস্তবে অবশ্য সাপের পাঁচটা মুখ খুঁজে পাওয়া যায়নি। তবে এবার এমন এক সাপ উদ্ধার হল যার দু’টো মুখ, দু’টো জিভ। দাসপুরের দাসপুর প্রাইমারি স্কুলের পাশে বরুণ সিনহার বাড়ি থেকে এই সাপ উদ্ধার করেন সর্প বিশারদ। এই ঘিরে এলাকা জুড়ে যেমন উত্তেজনা রয়েছে, ঠিক তেমনই আছে সাপ দেখার ভিড়।
advertisement
আরও পড়ুনঃ MSC ডিগ্রি রয়েছে? চাকরি মিলবে এবারে আইআইটি খড়গপুরে, দেরি না করে এখনই আবেদন করুন
সর্প বিশারদ বলেন, একটি আশ্চর্যজনক ঘটনার সাক্ষী রইলাম। দাসপুর থানার চাঁদপুর গ্রামের বরুণ সিনহার বাড়ি থেকে দু’মুখো সাপ উদ্ধার হল। সাপটির দু’টো মাথায় পদ্ম চিহ্ন ছিল। এটিকে পদ্ম গোখরো সাপ হিসেবেই ধরা হয়। যাকে মনোকলিড কোবর ও গ্রাম্যভাষায় গেঁড়িভাঙাও বলে। বিরল হল এই সাপের দু’টো মুখ, দু’টো জিভ, সবই দু’টো।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিরল প্রজাতির এই সাপ উদ্ধার নিয়ে দাসপুরে রীতিমতো হুলুস্থূল কাণ্ড। এখনও উত্তেজনা ও ফিসফিসানি চলছে। আলোচনার কেন্দ্রে রয়েছে দু’মুখো সাপ।





