Job Alert: MSC ডিগ্রি রয়েছে? চাকরি মিলবে এবারে আইআইটি খড়গপুরে, দেরি না করে এখনই আবেদন করুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Job Alert: এই প্রকল্পে কাজের জন্য প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।।
খড়গপুর, রঞ্জন চন্দ: বর্তমান দিনে চাকরির আকাল। আপনি কি চাকরি খুঁজছেন? আইআইটি-তে কাজ করা স্বপ্ন? গবেষণা সংক্রান্ত কাজের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার এবং গণিত বিষয়ে শুধুমাত্র স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই মিলবে এই গবেষণার চাকরি। অস্থায়ী ভিত্তিতে একটি প্রকল্পে কাজের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিষ্ঠানটি।
মোটা অঙ্কের বেতনে চাকরি পেতে তাই এখনই আবেদন করুন। আপনি কি শুধুমাত্র কম্পিউটার সায়েন্স কিংবা গণিত ও কম্পিউটার বিষয়ে মাস্টার ডিগ্রী করেছেন? কোনওরকম অভিজ্ঞতা ছাড়াই এবার চাকরি পেতে পারবেন আইআইটি খড়গপুরে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ব্যাঙ্গালোরের মাইক্রোসফট রিসার্চ ল্যাবের আর্থিক সহযোগিতায় MSR India PhD Award Unrestricted Grant(IPU) বিশেষ প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট নিয়োগ করবে আইআইটি খড়গপুর। স্বল্প সময়ের জন্য একটি বিশেষ প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে একজন কর্মী নিয়োগ হবে।
advertisement
আরও পড়ুনঃ অনেক যত্নেও শুকিয়ে যাচ্ছে বাড়ির তুলসী গাছ! মাত্র ১০ টাকা খরচে গাছ ভরবে সবুজ পাতায়, জানুন ট্রিক
advertisement
আরও পড়ুনঃ তৈরির সময় ‘এই’ ভুলেই চামড়া হয় রুটি! আর নয়, জানুন ছোট্ট কৌশল, রুটি হবে তুলতুলে নরম, পেটের সমস্যাও গায়েব
হাতে অল্প দিন সময়। আপনার যোগ্যতা থাকলে এখনই আবেদন করুন। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট এই পদে আবেদনের জন্য প্রয়োজন নেই পূর্ব অভিজ্ঞতার। প্রয়োজন নেই আবেদন মূল্য। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিমাসে নিযুক্ত ব্যক্তিকে ৫৫ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। প্রাথমিকভাবে ছ’মাসের জন্য এই প্রকল্পের কাজ হবে। আবেদনকারীর বয়স সীমা হতে হবে ৩০ বছরের মধ্যে। শুন্যপদ একটি।
advertisement
এই প্রকল্পে কাজের জন্য প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রয়োজন পড়বে না কোনও আবেদন মূল্য। আবেদন জানানোর শেষ তারিখ ১৪ নভেম্বর ২০২৫। তাই দ্রুত আবেদন করুন।
view commentsLocation :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 03, 2025 6:24 PM IST

