স্থানীয় সূত্রে জানা যায়, সাগরদিঘীর গাঙ্গাড্ডা এলাকা তিন যুবক মোটরসাইকেল করে বীরভূম এলাকায় বন্ধুর বাড়ি বেড়াতে যায়। সেখান থেকে জাতীয় সড়ক ধরে রাত্রে গাঙ্গাড্ডা এলাকায় নিজের বাড়ি ফিরছিল। সেই সময় সাগরদিঘীর মোড়গ্রামের কাছে তেলাঙ্গল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। আর তাতেই আহত হয় তিন যুবক। স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক এক যুবককে মৃত বলে ঘোষণা করে।
advertisement
আহত দুই যুবকের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্য আরও এক যুবক সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। এদের সকলের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির গাঙ্গাড্ডা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সাগরদীঘি থানার পুলিশ। সাগরদিঘির মোড়গ্রামের কাছে তেলাঙ্গল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করে দেখছে সাগরদিঘী থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও নিউ ফরাক্কা জাতীয় সড়ক অতিক্রম করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কার নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেল করে নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক পারপার করার সময়, মালদা থেকে জঙ্গিপুরগামী একটি লরি মোটরসাইকেল আরহীকে ধাক্কা মারে। লরির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই ব্যক্তিটি। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে ঘোষণা করে চিকিৎসক।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম মহাদেব হালদার। বাড়ি ফরাক্কার বিন্দুগ্রাম ঘাটপাড়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ তাকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। ঘাতক লরিটি আটক করে পুলিশ। এই ঘটনার পর চালক পলাতক বলে জানা যায়। ঘটনার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।
কৌশিক অধিকারী