Murshidabad News: বিনা চিকিৎসায় ১২ ঘণ্টা! রোগী মারা যেতেই নাম উঠল হাসপাতালে ভর্তির খাতায়! চিকিৎসার নামে ছেলেখেলা, উত্তপ্ত মুর্শিদাবাদ

Last Updated:

রোগী মৃত্যুর ঘটনায় উতপ্ত মুর্শিদাবাদের গ্রামীণ হাসপাতালে

বিক্ষোভ চলছে হাসপাতালে 
বিক্ষোভ চলছে হাসপাতালে 
মুর্শিদাবাদ: চিকিৎসা না করে মৃত্যুর পর রেজিস্ট্রেশন খাতায় রোগীকে ভর্তি দেখান হয়। অভিযুক্ত চিকিৎসককে শোকজ করা হল। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উতপ্ত হল মুর্শিদাবাদের ভরতপুর।
জানা গিয়েছে, জ্বর নিয়ে ভর্তি এক মহিলাকে বেডে রেখে শুধুমাত্র সেলাইন দিয়ে রাখার অভিযোগ ওঠে। দিনভর কার্যত এভাবেই কাটে মহিলার। এরপর তিনি মারা যেতেই হাসপাতালের ভর্তির খাতায় নাম লেখানো হয়। আর মৃত্যুর পরেই গভীর রাতে হাসপাতালের ভিতরেই বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। পরে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে শোকজ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুকরানা বিবি (৫৫)। ভরতপুর থানার বিনোদিয়া গ্রামে মৃতার বাড়ি।
advertisement
advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন শরীরে জ্বর নিয়ে ওই মহিলাকে সকাল নয়টা নাগাদ ওই হাসপাতালে আনা হয়। অভিযোগ, সেই সময় এর্মাজেন্সি বিভাগে চরম ভিড় থাকায় কর্তব্যরত নার্স ও হাসপাতাল কর্মীরা তড়িঘড়ি তাঁকে একটি বেডে রেখে সেলাইন দেন। এরপর থেকে আর কোন চিকিৎসা হয়নি বলে মৃতের পরিবারের অভিযোগ। এমনকি নার্স ও চিকিৎসককে রোগীর অবনতির কথা বারবার জানানো হলেও কোন পরিষেবা পাননি বলে দাবি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতের ছেলে সাবির সেখ বলেন, সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত কোন চিকিৎসক মাকে একবারের জন্যও দেখতে আসেননি। বারবার নার্স ও চিকিৎসকের কাছে ছুটে গিয়েছি তাতেও কাজ হয়নি। রেফার করার কথা বললেও উনারা আমল দেননি। এখানেই কার্যত মায়ের বিনা চিকিৎসায় মৃত্যু হল। চিকিৎসকের বিচার চেয়ে অভিযোগ করা হয়েছে।
advertisement
মৃতের ভাইপো মানোয়ার হোসেন বলেন, সকাল নয়টা থেকে হাসপাতালের হাসপাতালের বেডে রাখা হলেও কখনও ভর্তি করা হয়নি। মৃত্যুর পর উনাকে হাসপাতালের রেজিস্ট্রেশন খাতায় ভর্তি সময় পিছিয়ে দিয়ে ভর্তি দেখান হয়।
এদিকে রোগী মৃত্যুর ঘটনা ঘটতেই মৃতার গ্রামের প্রচুর লোকজন হাসপাতালে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও কিছুক্ষণের মধ্যেই সেখানে ভরতপুর থানার পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সকালে রোগীর পরিবারের লোকজন ভরতপুর এক ব্লকের বিএমওএইচকে ঘটনার লিখিত অভিযোগ জানান। বিএমওএইচ সুবীর কুমার গোলদার বলেন, কাকলি মণ্ডল নামের ওই চিকিৎসককে ঘটনা জানতে চেয়ে শোকজ করা হয়েছে। তবে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর দেওয়া হবে। রোগী মৃত্যুর পর রেজিস্ট্রেশন খাতায় ভর্তি দেখানোর উদ্দেশ্য ছিল যাতে রোগীর মৃত্যুর সার্টিফিকেট পেতে কোন অসুবিধা না হয়।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বিনা চিকিৎসায় ১২ ঘণ্টা! রোগী মারা যেতেই নাম উঠল হাসপাতালে ভর্তির খাতায়! চিকিৎসার নামে ছেলেখেলা, উত্তপ্ত মুর্শিদাবাদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement