স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্মীয়মান বাড়িতে সানশেড ধরে খেলছিল সঞ্জু ও আদিত্য। তখনই হঠাৎ সানশেড ভেঙে পড়ে। বুধবার দুপুরে ভরতপুর থানার জজান গ্রামে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা মিলে ওই দুই শিশুকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পড়ুয়ার দেহ উদ্ধার বাংলাদেশে! বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ বাবার
মৃত শিশুদের পরিবার সুত্রে জানা গিয়েছে, আদিত্য বাগদির বাড়ি কান্দি থানার যশোহরিতে। সে পরিবারের সঙ্গে ভরতপুরের জজান গ্রামে মামার বাড়িতে ঘুরতে এসেছিলেন। সেখানেই সঞ্জু মাঝির সঙ্গে খেলছিল। ওই দুই শিশু খেলতে খেলতে আচমকা নির্মীয়মান সানশেডের উপরে উঠে যায়। কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। গুরুতর আহত হয় দু’জনেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল পাঠানো হয় ওই দুই শিশুর দেহ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে জানা গিয়েছে, মৃত দুই শিশুর মধ্যে সঞ্জু মাঝি স্থানীয় জজান প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আর আদিত্য বাগদি নিজের বাড়ির কাছে একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়। তাদের এই মর্মান্তিক পরিণতিতে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গিয়েছে গোটা গ্রাম।