উচ্চমাধ্যমিক পড়ুয়ার দেহ উদ্ধার বাংলাদেশে! বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ বাবার

Last Updated:

বালুরঘাটের আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল। নদীর স্রোতের টানে ভেসে যায়। তিনদিন পর ওই পড়ুয়ার দেহ পাওয়া গেল বাংলাদেশে

পড়ুয়ার দেহ পাওয়া গেল বাংলাদেশে
পড়ুয়ার দেহ পাওয়া গেল বাংলাদেশে
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: তিনদিন নিখোঁজ থাকার পর বাংলাদেশে পাওয়া গেল উচ্চমাধ্যমিক পড়ুয়ার দেহ! কৃতিমান বর্মন(১৮) বালুরঘাটের আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল। নদীর স্রোতের টানে ভেসে যায়। তিনদিন পর ওই পড়ুয়ার দেহ পাওয়া গেল বাংলাদেশে। এরপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ফ্ল্যাগ মিটিং করে। তারপরই ওই পড়ুয়ার দেহ ফিরিয়ে দেয়।
দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি বর্ডারের জিরো পয়েন্টে বিএসএফ ও বিডিআর-এর মধ্যে মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। এরপর মৃত কৃতিমান বর্মনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেখানে বালুরঘাট থানার আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা। এদিকে পড়ুয়ার নিথর দেহ দেখেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুন: সুন্দরবনের জঙ্গলে মৎস্যজীবীর রহস্যময় মৃত্যু! বাঘ না কুমির, নাকি… স্পষ্ট নয় কিছুই
গত রবিবার বিকেলে আত্রেয়ী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল কৃতিমান। তখনই বিপদ ঘটে। তলিয়ে যায় সে। বাড়ি বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরে। তবে তারা দীর্ঘদিন ধরে উত্তমাশা এলাকায় ভাড়া বাড়িতে থাকে। জানা গিয়েছে, সোমবার সন্ধেতেই বাংলাদেশের নওগাঁ জেলায় আত্রেয়ী নদীর পেত্নীতলায় তার দেহ পাওয়া যায়। এরপর রাতেই বালুরঘাট থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এদিকে মৃত পড়ুয়ার বাবা নদীতে স্নান করার সময়ে উপস্থিত বন্ধুদের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উচ্চমাধ্যমিক পড়ুয়ার দেহ উদ্ধার বাংলাদেশে! বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ বাবার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement