স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওখানে মোট তিনজন শিশু খেলছিল। খেলার সময় মাহিদ হঠাৎ পা পিছলে ডোবায় পড়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ইমরান’ও ওই ডোবায় ডুবে যায়। দুই খেলার সঙ্গীকে ডোবায় ডুবে যেতে দেখে তৃতীয় শিশুটি আতঙ্কিত হয়ে ছুটে বাড়িতে পালিয়ে আসে। তার মুখ থেকেই সবাই ঘটনাটি জানতে পারে। শুনে স্থানীয়রা ছুটে আসে। কিন্তু কারোর প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।
advertisement
আরও পড়ুন: পুজো করা যাবে তো? দ্বিতীয়বার ঘাটাল বানভাসি হতেই উঠছে প্রশ্ন
মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর সকলে ছুটে এলেও শিশু দুটিকে প্রথমে দেখা যায়নি। পরে পুকুরে তাদের জুতো ভাসতে দেখা যায়। তাই দেখে সন্দেহ হয় পরিবারের লোকজনের। স্থানীয়রাই জলে নেমে দু’জনের খোঁজ শুরু করে। পরে দুই শিশুর নিথর দেহ উদ্ধার হয়। এইভাবে দুই শিশুর প্রাণ চলে যাওয়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গিপুর জেলা পুলিশের এক আধিকারিক এই প্রসঙ্গে জানান, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা সমস্ত কিছু বিষয়ই খতিয়ে দেখব। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এদিকে মৃত দুই শিশুর বাড়িতে কারোর চোখের জল বাঁধ মানছে না।