TRENDING:

বাসের সঙ্গে সংঘর্ষে আগুন, গাড়িতেই জীবন্ত দগ্ধ দম্পতি! শালবনীর জঙ্গলে অসহায়ের মতো দেখল জনতা

Last Updated:

এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ শালবনীর ভাদুতলার কাছে বুড়িশোলের জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রাস্তায় এই দুর্ঘটনা ঘটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শোভন দাস, শালবনী: পশ্চিম মেদিনীপুরের শালবনীর কাছে বুড়িশোলার জঙ্গলে ভয়াবহ দুর্ঘটনা৷ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গাড়িতে আগুন লেগে এক দম্পতির মৃত্যু হল৷ এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷
এ ভাবেই আগুন ধরে জ্বলে যায় গাড়িটি৷
এ ভাবেই আগুন ধরে জ্বলে যায় গাড়িটি৷
advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ শালবনীর ভাদুতলার কাছে বুড়িশোলের জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রাস্তায় এই দুর্ঘটনা ঘটে৷ মেদিনীপুর শহর থেকে পিড়াকাটার দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস৷ উল্টো দিকে আসছিল একটি ব্যক্তিগত গাড়ি৷

আরও পড়ুন: ‘৬০ বছর হলেই যোগ্যদের বিদায় দিই না’, প্রশাসনেও ‘অভিজ্ঞতার’ পক্ষে সওয়াল মমতার

advertisement

জানা গিয়েছে, আচমকাই বাস এবং গাড়িটির মধ্যে সংঘর্ষ ঘটে৷ গাড়িটিকে বেশ কিছুটা টেনে নিয়ে যায় বাসটি৷ সম্ভবত তখনই গাড়ির তেলের ট্যাঙ্কারে অগ্নিসংযোগ হয়ে গোটা গাড়িটিতে আগুন লেগে যায়৷ মুহূর্তে দাউ দাউ করে জ্বলে যায় গাড়িটি৷ ঘটনাস্থলে বাসযাত্রী সহ পথচলতি আরও বহু মানুষের সামনেই গাড়ির ভিতরে জীবন্ত দগ্ধ হন দুই আরোহী৷ আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে গাড়ির দুই আরোহীকে বাঁচানোর সুযোগই পাননি কেউ৷ তবে দুর্ঘটনায় বড় কোনও আঘাত পাননি বাসের যাত্রীরা৷

advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল৷  তবে গাড়িতে কতজন ছিলেন প্রথমে তা বোঝাই সম্ভব হয়নি৷ আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখা যায় গাড়ির ভিতরে চালক সহ মোট দু জন ছিলেন৷ অগ্নিদগ্ধ হয়ে দু জনেরই মৃত্যু হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরে জানা যায়, গাড়িতে থাকা দু জন সম্পর্কে স্বামী- স্ত্রী৷ তাঁরা মেদিনীপুর শহরেরই বাসিন্দা৷ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাসের সঙ্গে সংঘর্ষে আগুন, গাড়িতেই জীবন্ত দগ্ধ দম্পতি! শালবনীর জঙ্গলে অসহায়ের মতো দেখল জনতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল