পরিবার সুত্রে জানা যায়, মৃতদের নাম হুমায়ুন শেখ (২৩), আসলাম শেখ (১৬)। হুমায়ুন কলকাতায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। আসলাম দশম শ্রেণির ছাত্র। সে টালিগঞ্জের কাছে একটি স্কুলে পড়াশোনা করত। দু’জনেই কলকাতার টালিগঞ্জের হরিদেবপুরে থাকতো। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে এসে ঘটল এই দুর্ঘটনা।
স্নান করতে নেমে হঠাৎই গভীর জলে তলিয়ে যায় দুই ভাই। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালগোলা থানার পুলিশ।
advertisement
পুলিশ সুত্রে জানা যায়, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে দুই ভাইয়ের মৃতদেহ ময়নাতদন্তের পর বাড়ি নিয়ে আসায় কান্নায় ভেঙ্গে পরে পরিবারের লোকজন। পরিবার পাশাপাশি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কৌশিক অধিকারী






