ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ব্যবহৃত বোমার খোলা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সম্পূর্ণ ঘটনায় অভিযোগ উঠেছে এলাকার কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ দত্তপুকুর বিস্ফোরণে মুর্শিদাবাদ যোগ! কোথায় গেল ৩ শ্রমিক! থমথমে সুতি গ্রাম
মুর্শিদাবাদে স্থানীয় পঞ্চায়েত প্রধানের অভিযোগ, তাকে প্রাণে মারার উদ্দেশ্য নিয়ে রাতের অন্ধকারে কংগ্রেসের দুষ্কৃতিরা হামলা চালায় তার বাড়ি লক্ষ্য করে। এই ঘটনায় তৃণমূল দলের একাংশও জড়িত রয়েছে বলে অভিযোগ তুললেন সিজ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান।
advertisement
ঘটনায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদে ভরতপুর থানার পুলিশ। পাশাপাশি, এই বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীর মধ্যে।
আরও পড়ুনঃ ঝুলন উৎসবেও এবার থিমের ছোঁয়া! উঠে এসেছে সমাজের নানা দিক
যদিও ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম জানান, “এই ধরনের ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে যে রাজনৈতিক দলের সদস্যরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ”, জানান তিনি।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন ভরতপুর ব্লক কংগ্রেস সভাপতি কমলেশ চ্যাটার্জী। তিনি জানান, “আমাদের কংগ্রেস দলের কর্মীরা কেও যুক্ত নন। এটা তৃণমূলের অভ্যন্তরীণ ঘটনা। পুলিশের কাছে আবেদন করব সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত দোষীদের চিহ্নিত করুক।” যদিও পুলিশ জানিয়েছে, এলাকায় বোমাবাজি হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি।
কৌশিক অধিকারী