আরও পড়ুন: ২০০ বছরের প্রাচীন সিরিষ গাছ সংরক্ষণে অভিনব উদ্যোগ! এগিয়ে এল পড়ুয়ারাও
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার বাবলাবোনা এলাকায়। মিনাজ উদ্দিন ও জাহিদ আনোয়ারের বাড়ি জলঙ্গি থানার ভাদুরিয়াপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, জলঙ্গির এই দুই বাসিন্দা ব্যক্তিগত কাজে বাইকে করে ডোমকলে এসেছিলেন। সেখান থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাবলাবোনার কাছে হঠাৎ করেই তাঁদের বাইকের সামনে চলে আসে একটি মটর চালিত ভ্যান (ভ্যানো)। মুখোমুখি সংঘর্ষ হয় বাইক ও ভ্যানের। তাতেই গুরুতর আহত হন ওই দুই বাইক আরোহী। স্থানীয়রা দুর্ঘটনার আওয়াজ শুনে ছুটে এসে তাঁদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে মিনাজ উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর জাহিদ আনোয়ার মোস্তফার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুরা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শত্রু মারফত জানা গিয়েছে, বহরমপুরে নিয়ে যাওয়ার সময় পথেই জাহিদ আনোয়ারের মৃত্যু হয়। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃতদের পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠায়। সোমবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
কৌশিক অধিকারী