Murshidabad News: ২০০ বছরের প্রাচীন সিরিষ গাছ সংরক্ষণে অভিনব উদ্যোগ! এগিয়ে এল পড়ুয়ারাও
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
একটি গাছ একটি প্রাণ। এবার মুর্শিদাবাদে প্রাচীন গাছ রক্ষায় বিশেষ উদ্যোগ জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটির।
মুর্শিদাবাদ: একটি গাছ একটি প্রাণ। এবার প্রাচীন গাছ রক্ষায় বিশেষ উদ্যোগ জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটির। বর্তমানে অনেক গাছ ধ্বংস হচ্ছে, কোথাও বা কেটে দেওয়া হচ্ছে গাছ। কিন্তু এবার গাছ সংরক্ষণের জন্য এক অভিনব উদ্যোগ দেখা গেল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকে প্রাচীন গাছ সংরক্ষণের কাজ শুরু করল জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি।
রঘুনাথগঞ্জের জরুর গ্রাম পঞ্চায়েতের গোপালনগরে প্রায় ২০০ বছরের পুরনো সিরিষ গাছকে রক্ষার ডাক দিলেন ছাত্র ছাত্রীরা থেকে প্রশাসনিক আধিকারিকরা। রঘুনাথগঞ্জ ও লালগোলা রাজ্য সড়কের পাশেই রয়েছে সুবিশাল এই সিরিষ গাছ। এলাকার স্কুল শিক্ষক নিতাই চন্দ্র দাস জানান, এই গাছকে মুলত হেরিটেজ হিসেবে ঘোষণা করা, পাশাপাশি সরকারি ভাবে এই উদ্যোগ গ্রহণ করাতে খুশি শিক্ষকরা।
advertisement
advertisement
পাশাপাশি এই গাছকে যেন বাঁচিয়ে রাখা যায় তার জন্য সকলের কাছেই আহ্বান জানানো হয়। জেলা DPRDO স্নেহাশিষ ভৌমিক জানান, প্রাচীন গাছ সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিতে আগামী দিনে পঞ্চায়েত এলাকায় সমস্ত প্রাচীন গাছ সংরক্ষণ করা হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2023 1:17 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ২০০ বছরের প্রাচীন সিরিষ গাছ সংরক্ষণে অভিনব উদ্যোগ! এগিয়ে এল পড়ুয়ারাও