বহু বছর ধরে এখানে এই উৎসব পালিত হয়ে আসছে। এখানে বনদেবীর আরাধনা করা হয়। আর এখানে সবচেয়ে বড় আকর্ষণ হল গরম তেলে হাত ডুবিয়ে পিঠে তৈরি করা। বনদেবীর কাছে মূল প্রসাদ হিসেবে এই পিঠে দেওয়া হয় এই দিন। বহু-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই উৎসবে শামিল হতে। মানুষের আস্থা ভক্তি ও বিশ্বাসের সঙ্গে মিশে থাকে এই উৎসব।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এ বিষয়ে এই মেলায় আসা ভক্তরা বলেন , প্রতিবছর তারা এই উৎসবের শামিল হন। এখানে গরম তেলে হাত দিয়ে পিঠে তৈরি করা এখানের ঐতিহ্য। এ বিষয়ে বেগুনকোদর অঞ্চল উপপ্রধান অমর মাহাতো বলেন , বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ভিড় করেন। এখানে টুসু প্রতিযোগিতার আয়োজন হয়। এছাড়াও পিঠে সেকা একটি মূল উৎসব যা দেখতে সকলেই ভিড় করেন। এটাই এখানকার প্রধান উৎসব।
বাংলার এই জেলায় বেশ কয়েকটি লোকোউৎসব রয়েছে যা বিশেষ জায়গা করে নিয়েছে গোটা রাজ্য তথা দেশের মধ্যে। এরকমই এক উৎসব টুসু পরব। আর এই উৎসবে রয়েছে ধর্ম, বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তির বিভিন্ন পর্ব।মানুষের ভক্তি, বিশ্বাসে সবটাই সম্ভব। তাই এই এক অভিনব টুসু মেলার আয়োজন হয় পুরুলিয়ার মুরগুমায়।
শর্মিষ্ঠা ব্যানার্জি





