TRENDING:

Jhargram News: ঝাড়গ্রামে রামলালের দাদাগিরি ! রাস্তা অবরোধ করে নাজেহাল দশা পথচারীদের 

Last Updated:

প্রায় ঘন্টা খানেক ঝাড়গ্রামের গড় শালবনিতে রাস্তার উপর দাঁড়িয়ে হইচই ফেলে দিল জঙ্গলমহলের দাঁতাল হাতি রামলাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তন্ময় নন্দী, ঝাড়গ্রাম: এ যেন দিনে দুপুরে দাদাগিরি! ‘সানডে আউটিং’-এ রাস্তা অবরোধ করল রামলাল।  সাত সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে রাজ্য সড়ক অবরোধ করল সে। না কোনও ব্যক্তি নয়, প্রায় ঘন্টা খানেক গড় শালবনির ৯ নং রাজ্য সড়কের রাস্তার উপর দাঁড়িয়ে থাকল জঙ্গলমহলের দাঁতাল হাতি রামলাল।তার জনপ্রিয়তা নেহাত কম নয়। রবিবার ভোরের আলো ফুটতেই ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরে জিতুশোলে খাবারের সন্ধান চালায় রামলাল।
advertisement

এদিকে তার শহরে আসার খবর শুনেই বহু মানুষ ভিড় জমায়। সকাল ৭:৩০টা থেকে ৯ টা পর্যন্ত প্রায় ‘ঘণ্টা খানেক ধরে সড়ক অবরোধ করে দাঁড়িয়ে থাকে। এরপর বনদফতরের চেষ্টায় তাকে জঙ্গলে পাঠানো হয়। যদিও শহরে এসে রামলাল আগাগোড়াই ছিল সংযত। কোনও ক্ষয়ক্ষতি সে করেনি।

আরও পড়ুন: ‘মোদির কন্ঠস্বর নকল করে…’ ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন বর্ধমানের রেলকর্মী! তারপর যা ঘটল…

advertisement

কখনও গৃহস্থের বাড়ির উঠোন, আবার কখনও পানীয় জলের কলের সামনে শুঁড়ে জল খাওয়া বা জাতীয় সড়কের উপর ট্রাক থামিয়ে চাল খাওয়ার দৃশ্য— জঙ্গলমহল এলাকায় রামলাল অতি পরিচিত। রবিবার খাবারের খোঁজে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ায় শোরগোল পড়ে যায় জিতুশোল ও গড় শালবনিতে।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

আর রামলালের সেই কীর্তি এখন ভাইরাল জঙ্গলমহলের বাসিন্দাদের কাছে। স্থানীয়দের অনুমান এ বছর আমের ফলন ভাল হয়েছে তার গন্ধেই এলাকায় আসছে গজপতি রামলাল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ঝাড়গ্রামে রামলালের দাদাগিরি ! রাস্তা অবরোধ করে নাজেহাল দশা পথচারীদের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল