কলকারখানা ও ঘন জনবসতির হাওড়া জেলায় এই সমস্ত বন্যপ্রাণীদের রক্ষা করা বা টিকিটে রাখা চ্যালেঞ্জই বটে। বন্য প্রাণ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে বন বিভাগ এবং জেলার পরিবেশ কর্মীরা। বন্য প্রাণী লোকালয় থেকে উদ্ধার। আহত প্রাণীর সেবা শুশ্রূষা এবং মানুষকে সচেতন করা। বর্তমান সময়ে বন্য প্রাণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বেড়েছে। সেই মত এদিন হাওড়ার বাগনানে ব্যাঙ্ক কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল একটি তিল কাছিমের।
advertisement
জেলা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাগনান ব্র্যাঞ্চের গেটের সামনে একটি তিলা কাছিমকে দেখতে পান ব্যাঙ্ক কর্মী চন্দন দোলুই ও ব্র্যাঞ্চ ম্যানেজার সম্বিতা সাহা। তাঁরা বিষয়টি জানান, বাগনান ১ নং ব্লকের জয়েন্ট বিডিও তপন কুমার রায়কে। বিডিও খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারীদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে চিত্রক প্রামানিক, সুমন্ত দাস ও রঘুনাথ মান্না তৎক্ষণাৎ স্টেট ব্যাঙ্ক এ পৌঁছয়। সেখান থেকে কচ্ছপ টি উদ্ধার করেন। উদ্ধারের পর বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক ব্যাঙ্ক এর সমস্ত কর্মীদের উদ্দেশে সাধুবাদ জানান। পরবর্তীতে কচ্ছপটিকে একটি সুরক্ষিত জলাশয়ে মুক্ত করে দেওয়া হয় বলে জানান চিত্রিক।
রাকেশ মাইতি