গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের নেতুরা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ। ৬ নম্বর জাতীয় সড়কে কাঁচা হলুদ বোঝাই একটি ট্রাক আটক করা হয়। তল্লাশির পর ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়া ২৫টি প্যাকেটে মোট ২৩২ কেজি ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ট্রাকচালক দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা রমেন সিং (৩৭)-কে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
advertisement
বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!
সাপের কান নেই, তবু বাঁশির সুরে কী ভাবে শরীর দোলায়? সত্যিটা জানলে চমকে যাবেন!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্তীসগঢ়ের বিলাসপুর থেকে ওই ট্রাকে গাঁজা লোড করা হয়েছিল এবং তা বাংলার উদ্দেশে পাচার হচ্ছিল। ধৃত রমেন জানায়, সে শুধু চালক, তবে গোটা পাচারচক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে রবিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে।
রাজু সিং