TRENDING:

সীমান্তে হলুদ বোঝাই ট্রাক, সন্দেহ হতেই আটক করে পুলিশ! তার পর কেজি কেজি বেরল অন্য জিনিস!

Last Updated:

Turmeric: কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে ঝাড়গ্রাম জেলা পুলিশ ২৩২ কেজি গাঁজা-সহ ট্রাকচালক রমেন সিংকে গ্রেফতার করেছে। গাঁজা ছত্তীসগঢ় থেকে বাংলায় পাচার হচ্ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে দেশজুড়ে জারি রয়েছে একাধিক অভিযান। মাদক পাচার রুখে, সেই অর্থে জঙ্গি সংগঠনগুলির অর্থভাণ্ডার নষ্ট করাই এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। সম্প্রতি এই জাতীয় একটি বড় সাফল্য এল ঝাড়গ্রাম জেলা পুলিশের হাতে।
কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে দেশজুড়ে জারি রয়েছে একাধিক অভিযান। মাদক পাচার রুখে, সেই অর্থে জঙ্গি সংগঠনগুলির অর্থভাণ্ডার নষ্ট করাই এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। সম্প্রতি এই জাতীয় একটি বড় সাফল্য এল ঝাড়গ্রাম জেলা পুলিশের হাতে।
কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে দেশজুড়ে জারি রয়েছে একাধিক অভিযান। মাদক পাচার রুখে, সেই অর্থে জঙ্গি সংগঠনগুলির অর্থভাণ্ডার নষ্ট করাই এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। সম্প্রতি এই জাতীয় একটি বড় সাফল্য এল ঝাড়গ্রাম জেলা পুলিশের হাতে।
advertisement

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের নেতুরা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ। ৬ নম্বর জাতীয় সড়কে কাঁচা হলুদ বোঝাই একটি ট্রাক আটক করা হয়। তল্লাশির পর ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়া ২৫টি প্যাকেটে মোট ২৩২ কেজি ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ট্রাকচালক দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা রমেন সিং (৩৭)-কে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

advertisement

বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!

‘আমার টাকাটা?’ রাজধানী এক্সপ্রেসে চড়েও আরাম নেই! সিটে গা এলাতেই হাজির প্যান্ট্রি বয়…যা হল! জবাব দিল IRCTC

ধীরে ঘুরছে ফ্যান? গরম হাওয়ায় ঘাম শুকোচ্ছে না? ছোট্ট এই কাজ করলে ৫ মিনিটেই বাড়বে স্পিড… ঠান্ডা হাওয়া ঘর জুড়ে!

advertisement

সাপের কান নেই, তবু বাঁশির সুরে কী ভাবে শরীর দোলায়? সত্যিটা জানলে চমকে যাবেন!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্তীসগঢ়ের বিলাসপুর থেকে ওই ট্রাকে গাঁজা লোড করা হয়েছিল এবং তা বাংলার উদ্দেশে পাচার হচ্ছিল। ধৃত রমেন জানায়, সে শুধু চালক, তবে গোটা পাচারচক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে রবিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজু সিং

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সীমান্তে হলুদ বোঝাই ট্রাক, সন্দেহ হতেই আটক করে পুলিশ! তার পর কেজি কেজি বেরল অন্য জিনিস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল