শুভ্র পাতরের মা কখনও দিনমজুর, আবার কখনও লোকের বাড়িতে কাজ করেন। পড়াশোনার পাশাপাশি সংসার চালাতে শুভ্রকেও যেতে হয় কাজ করতে। পড়াশোনা, রাজমিস্ত্রি কিংবা টাইলসের কাজ করে যেটুকু সময় থাকে তখনই চলে তাঁর অনুশীলন। বেলদায় প্রশিক্ষক শিবু ভৌমিকের কাছ থেকে প্রশিক্ষণ নেয় সে। পাশাপাশি বাড়িতে নিজের চেষ্টায় চলে তার বক্সিংয়ের প্রশিক্ষণ। সম্প্রতি কলকাতায় রাজ্যস্তরের মুই থাই বক্সিং চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ২৩ বছর বয়সী, অনূর্ধ্ব ৫০ কেজি বিভাগে সোনা জিতেছে শুভ্র।
advertisement
প্রসঙ্গত বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠের একাদশ শ্রেণির ছাত্র শুভ্র পাতর। শুভ্রর বোন নবম শ্রেণীতে পড়ে। করোনার সময় বাবা মারা যাওয়ায় সংসারে ভার এসে পড়েছে তার উপর। তবে বাবা-মার ইচ্ছেকে সফল করতে মরিয়া বছর ১৮-র ছেলে। বাবা মায়ের ইচ্ছে বড় হয়ে বক্সিংয়ে নাম-ডাক করুক তাদের ছেলে। সেই স্বপ্নকে সফল করতে কখনও একবেলা খেয়ে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন শুভ্র।
আরও পড়ুনঃ Viral Video: রাস্তার ধারে দোকানে এগ-চিকেন রোল ভাজছেন স্বয়ং মন্ত্রীমশাই, মুহূর্তে ভাইরাল ভিডিও
শুভ্রর ইচ্ছে আগামীতে দেশের হয়ে জাতীয় স্তরে বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া। কিন্তু সঠিক প্রশিক্ষণ, পুষ্টিযুক্ত খাবারের পরিবর্তে সামান্য পান্তাভাত খেয়ে স্বপ্ন সফল হতে পারে কি? সে প্রশ্ন সকলের। কিন্তু হাল ছাড়তে নাপা শুভ্র।
রঞ্জন চন্দ