Viral Video: রাস্তার ধারে দোকানে এগ-চিকেন রোল ভাজছেন স্বয়ং মন্ত্রীমশাই, মুহূর্তে ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral Video State Minister prepares Tasty egg chicken roll at Road Side: বর্তমান সময়ে নেতা-মন্ত্রীদের নানা কীর্তিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এবার আরও একটি ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। যেখানে রাজ্যের মন্ত্রীকে দেখা গিয়েচে রাস্তার ধারে দোকানে রোল ভাজতে।
বর্তমান সময়ে নেতা-মন্ত্রীদের নানা কীর্তিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এবার আরও একটি ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। যেখানে রাজ্যের মন্ত্রীকে দেখা গিয়েচে রাস্তার ধারে দোকানে রোল ভাজতে। নিখুঁতভাবে সেই এগ-চিকেন রোল তৈরি করেন তিনি।
ঘটনাটি হচ্ছে নাগাল্যান্ডের। সেই রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী টেমজেন ইমনা আলং নিজের হাস্যরস ও খাদ্যরসিকতার জন্য সকলের কাছেই খুব প্রিয়। রান্না করতেও খুবই পছন্দ করেন তিনি। টেমজেন ইমনা আলং সম্প্রতি নিজের রাস্তার ধারে দোকানে রোল বানারো ভিডিওটি শেয়ার করেন।
ভিডিওতে দেখা যাচ্ছে ওই দোকানে একজন পেশাদার শেফের মত এগলোর বানাচ্ছেন মন্ত্রীমশাই। প্রথমে পরোটা ভেজে নেন। তারপর গ্লাসে ডিম ভেঙে নিয়ে তা পরোটার উপর ছড়িয়ে দিয়ে এগ রোল রেডি করেন। পরে অবশ্য রোলটিতে চিকেন, সস, স্যালাড দিয়ে শেষ কাজটি করেছেন দোকান মালিক।
advertisement
advertisement
सच कहना, मन किया ना खाने का? 😋
पर मैं तो Virtual में नहीं खिला पाऊंगा, यहां आते तो बात कुछ और होती! 😉 pic.twitter.com/nLWxx6LBxO
— Temjen Imna Along (@AlongImna) December 8, 2023
advertisement
ভিডিওটি শেয়া করে নাগাল্যান্ডের উচ্চ শিক্ষামন্ত্রী ক্যাপশনে নিজের হাস্যরসবোধের পরিচয়ও দেন। তিনি লিখেছেন,”সত্যি বলুন দেখে খেতে ইচ্ছে করল কিনা? কিন্তু ভার্চুয়াল মোডে খাওয়াতে পারব না, এখানে এলে ব্যাপারটা অন্যরকম হতো!” মন্ত্রীমশাইয়ের এহেন ভিডিও পছন্দ করেছেন সকলেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 2:11 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: রাস্তার ধারে দোকানে এগ-চিকেন রোল ভাজছেন স্বয়ং মন্ত্রীমশাই, মুহূর্তে ভাইরাল ভিডিও