Viral Video: রাস্তার ধারে দোকানে এগ-চিকেন রোল ভাজছেন স্বয়ং মন্ত্রীমশাই, মুহূর্তে ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video State Minister prepares Tasty egg chicken roll at Road Side: বর্তমান সময়ে নেতা-মন্ত্রীদের নানা কীর্তিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এবার আরও একটি ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। যেখানে রাজ্যের মন্ত্রীকে দেখা গিয়েচে রাস্তার ধারে দোকানে রোল ভাজতে।

রাস্তার ধারে দোকান, এগ-চিকেন রোল ভাজছেন স্বয়ং মন্ত্রীমশাই
রাস্তার ধারে দোকান, এগ-চিকেন রোল ভাজছেন স্বয়ং মন্ত্রীমশাই
বর্তমান সময়ে নেতা-মন্ত্রীদের নানা কীর্তিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এবার আরও একটি ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। যেখানে রাজ্যের মন্ত্রীকে দেখা গিয়েচে রাস্তার ধারে দোকানে রোল ভাজতে। নিখুঁতভাবে সেই এগ-চিকেন রোল তৈরি করেন তিনি।
ঘটনাটি হচ্ছে নাগাল্যান্ডের। সেই রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী টেমজেন ইমনা আলং নিজের হাস্যরস ও খাদ্যরসিকতার জন্য সকলের কাছেই খুব প্রিয়। রান্না করতেও খুবই পছন্দ করেন তিনি। টেমজেন ইমনা আলং সম্প্রতি নিজের রাস্তার ধারে দোকানে রোল বানারো ভিডিওটি শেয়ার করেন।
ভিডিওতে দেখা যাচ্ছে ওই দোকানে একজন পেশাদার শেফের মত এগলোর বানাচ্ছেন মন্ত্রীমশাই। প্রথমে পরোটা ভেজে নেন। তারপর গ্লাসে ডিম ভেঙে নিয়ে তা পরোটার উপর ছড়িয়ে দিয়ে এগ রোল রেডি করেন। পরে অবশ্য রোলটিতে চিকেন, সস, স্যালাড দিয়ে শেষ কাজটি করেছেন দোকান মালিক।
advertisement
advertisement
advertisement
ভিডিওটি শেয়া করে নাগাল্যান্ডের উচ্চ শিক্ষামন্ত্রী ক্যাপশনে নিজের হাস্যরসবোধের পরিচয়ও দেন। তিনি লিখেছেন,”সত্যি বলুন দেখে খেতে ইচ্ছে করল কিনা? কিন্তু ভার্চুয়াল মোডে খাওয়াতে পারব না, এখানে এলে ব্যাপারটা অন্যরকম হতো!” মন্ত্রীমশাইয়ের এহেন ভিডিও পছন্দ করেছেন সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: রাস্তার ধারে দোকানে এগ-চিকেন রোল ভাজছেন স্বয়ং মন্ত্রীমশাই, মুহূর্তে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement