জেলার সব ব্লক থেকেই মুখ্যমন্ত্রী সভায় লোক আনা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন পূর্ব বর্ধমানের শাসকদলের জনপ্রতিনিধিরা। এ ব্যাপারে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও স্বপন দেবনাথের নেতৃত্বে জনপ্রতিনিধিদের নিয়ে ইতিমধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাটোয়ার বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য সেই বৈঠকে যোগ দিয়েছিলেন।
এই বৈঠকে জনপ্রতিনিধিদের নিজ নিজ বিধানসভা এলাকা থেকে লোক আনার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। লোক নিয়ে আসার জন্য ব্লক প্রতি ২৫-৩০ টি করে বাস করছে তৃণমূল। লক্ষাধিক জনসমাগম নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা তৃণমূল সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন: পর পর দু'রাউন্ড গুলি, বুকে হাত দিয়ে গাড়িতে লুটিয়ে পড়লেন মন্ত্রী, প্রকাশ্যে ভিডিও
আগামী ২ ফেব্রুয়ারি বর্ধমানের গোদা মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম থেকে বর্ধমানে আসবেন তিনি। তারপরে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দাদের বিভিন্ন পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। ওইদিনের প্রশাসনিক সভা থেকে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে নানা ধরনের সামগ্রী তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেই উপভোক্তাদের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় জেলার বিভিন্ন প্রান্তের লোকজনরা নিজেদের উদ্যোগে আসেন। এবার তাদের আসার সুবিধার জন্য কিছু বাস দেওয়া হচ্ছে। ওইদিনের সভায় লক্ষাধিক জনসমাগম হবে। গোদার মাঠ উপচে পড়বে। তবে ওইদিন শহরের বাসিন্দাদের যাতে অসুবিধা না হয় সেটাও দেখা হবে। মুখ্যমন্ত্রী জেলার জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। জেলাজুড়ে রাস্তা সংস্কারের কাজ করা হবে।"
আরও পড়ুন: ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে খুব কাছ থেকে গুলি, পাকড়াও পুলিশকর্মী, এলাকায় উত্তেজনা
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সভার জন্য গোদার মাঠে দুটি মঞ্চ তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও থাকবেন বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ আধিকারিকেরা। অন্যান্য জনপ্রতিনিধিদের জন্য পাশেই আলাদা মঞ্চ তৈরি করা হচ্ছে।
পূর্ব বর্ধমানের পাশাপাশি পশ্চিম বর্ধমানের জনপ্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। সেই জেলারও একাধিক প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা রয়েছে এদিন।