খাতড়া মহকুমা প্রশাসন ও মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ৪ঠা জানুয়ারি থেকে শুরু হয়েছে মুকুটমণিপুর মেলা। আর এই মেলাতেই অনুষ্ঠিত হল সম্ভবত রাজ্যের প্রথম আদিবাসী ফ্যাশন শো।ফ্যাশন শোয়ে আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন ধরনের আদিবাসী পোশাক পরে রাম্পে হাঁটলেন আদিবাসী যুবক-যুবতীরা। সহরায় উৎসব বিয়ে সহ আদিবাসীদের বিভিন্ন পুজো পার্বণের সংস্কৃতি তুলে ধরা হয় এদিনের ফ্যাশন শো’তে।
advertisement
আরও পড়ুন : মুম্বইয়ের রিয়্যালিটি শোয়ের মঞ্চ কাঁপিয়েছেন! এবার নাচ শেখাবেন বাঁকুড়ায়
উল্লেখযোগ্যভাবে ফ্যাশন শো-এর রাম্পে হাঁটেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। মন্ত্রী, একজন প্রশিক্ষক সহ মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। অংশ গ্রহণকারীরা জানান, এই ধরনের ফ্যাশন শোতে প্রথমবার অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানান, আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে এই ফ্যাশন শোয়ের আয়োজন।
আরও পড়ুন : বাম্বু বিরিয়ানি থেকে চকোলেট পাটিসাপটা… বাঁকুড়ার প্রথম খাদ্যমেলায় গেলে তাক লাগবে
খাতড়া মহকুমার আদিবাসী সম্প্রদায়ের যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন এই ফ্যাশন শো তে। কলেজের ছাত্র-ছাত্রীদের সংখ্যাই বেশি ছিল। অংশগ্রহণকারী সাবিত্রী হাঁসদা জানান, আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে পেরে যথেষ্ট আনন্দিত ফ্যাশন শো তে অংশগ্রহণকারীরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ভবিষ্যতে এ ধরনের ফ্যাশন শো দেখার জন্য মুখিয়ে থাকবে জেলা বাঁকুড়া।
নীলাঞ্জন ব্যানার্জী