জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব-পশ্চিম বর্ধমান মিলিয়ে মোট ছয়টি জেলার ৩০০ জন আদিবাসী নৃত্যশিল্পী তাঁদের নাচের বিভিন্ন সম্ভার নিয়ে যোগদান করেছে এই নৃত্য কর্মশালায়। আদিবাসী সমাজের বিশিষ্ট নৃত্যশিল্পীরা আদিবাসী নৃত্যশিল্পীদের নৃত্য দেখার পর তাঁদেরকে প্রশিক্ষণ দেবে কীভাবে নৃত্যকে আরও সুন্দর ও জনপ্রিয় করা সম্ভব।
আরও পড়ুন: জঙ্গলমহলের ইতিহাস জানতে চান? ঘুরে আসুন এই ট্রাইবাল মিউজিয়াম থেকে, সমৃদ্ধ হবেন
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঝাড়গ্রাম শহরের গ্রামীণ হাটে আদিবাসী নৃত্য ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার ১০ ফেব্রুয়ারি আদিবাসী নৃত্য ও অনুষ্ঠানের সূচনা হয়েছে চলবে তিন দিন ধরে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল, ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সুমন সাহু, বিনপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদা সহ বিশিষ্ট আদিবাসী নৃত্যের বিচারকরা।
জানা গিয়েছে, আদিবাসী নৃত্যের এই কর্মশালার পর যে সমস্ত আদিবাসী সমাজের মানুষজন বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে তাঁদের নৃত্য আরও আকর্ষণীয় ও সুন্দর হয়ে উঠবে সকলের কাছে। যার ফলে সমাজে যে কোন অনুষ্ঠানে আরও চাহিদা বাড়বে আদিবাসী নৃত্য শিল্পীদের। ফলে আর্থিক অবস্থা সচ্ছল হবে মূলবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষদের।
বুদ্ধদেব বেরা