TRENDING:

Jhargram News: নতুনভাবে সেজে উঠবে আদিবাসী নৃত্য! বিশেষ ব্যবস্থা প্রশাসনের

Last Updated:

আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের নৃত্যকে আরও সুন্দর করে তোলার জন্য বিশেষ উদ্যোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: মূলবাসী আদিবাসী সম্প্রদায়ের নৃত্য ও সংস্কৃতিকে আরও বেশি জনপ্রিয় তুলে করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে আদিবাসী নৃত্যের কর্মশালা ও অনুষ্ঠান। যেখানে জঙ্গলমহল সহ মোট ছয়টি জেলার ৩০০ জন আদিবাসী নৃত্যের শিল্পী যোগদান করেছেন। তিন দিন ধরে চলা এই নৃত্যের কর্মশালায় প্রতিদিন ১০০ জন করে আদিবাসী নৃত্যশিল্পী তাদের নৃত্য পরিবেশন করবেন। নৃত্য পরিবেশনের পাশাপাশি তাদের নৃত্য কীভাবে আরও আকর্ষণীয় ও সুন্দর করে তোলা সম্ভব সেই বিষয়েও বিস্তর আলোচনা হবে বলে জানা গিয়েছে।
advertisement

জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব-পশ্চিম বর্ধমান মিলিয়ে মোট ছয়টি জেলার ৩০০ জন আদিবাসী নৃত্যশিল্পী তাঁদের নাচের বিভিন্ন সম্ভার নিয়ে যোগদান করেছে এই নৃত্য কর্মশালায়। আদিবাসী সমাজের বিশিষ্ট নৃত্যশিল্পীরা আদিবাসী নৃত্যশিল্পীদের নৃত্য দেখার পর তাঁদেরকে প্রশিক্ষণ দেবে কীভাবে নৃত্যকে আরও সুন্দর ও জনপ্রিয় করা সম্ভব।

আরও পড়ুন: জঙ্গলমহলের ইতিহাস জানতে চান? ঘুরে আসুন এই ট্রাইবাল মিউজিয়াম থেকে, সমৃদ্ধ হবেন

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

ঝাড়গ্রাম শহরের গ্রামীণ হাটে আদিবাসী নৃত্য ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার ১০ ফেব্রুয়ারি আদিবাসী নৃত্য ও অনুষ্ঠানের সূচনা হয়েছে চলবে তিন দিন ধরে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল, ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সুমন সাহু, বিনপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদা সহ বিশিষ্ট আদিবাসী নৃত্যের বিচারকরা।

advertisement

জানা গিয়েছে, আদিবাসী নৃত্যের এই কর্মশালার পর যে সমস্ত আদিবাসী সমাজের মানুষজন বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে তাঁদের নৃত্য আরও আকর্ষণীয় ও সুন্দর হয়ে উঠবে সকলের কাছে। যার ফলে সমাজে যে কোন অনুষ্ঠানে আরও চাহিদা বাড়বে আদিবাসী নৃত্য শিল্পীদের। ফলে আর্থিক অবস্থা সচ্ছল হবে মূলবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষদের।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: নতুনভাবে সেজে উঠবে আদিবাসী নৃত্য! বিশেষ ব্যবস্থা প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল