এ বিষয়ে দোকানের বিক্রেতা নরেশ পুগলা বলেন, এবছর নানা রকমের রাখি বাজারে এলেও এই নামিদামি কোম্পানির চিপসের রাখির চাহিদা বেশি রয়েছে। এগুলো বাচ্চারা বেশি পছন্দ করছে। এছাড়াও বড়দের স্টোন দেওয়া রাখির যথেষ্ট চাহিদা রয়েছে। তার দোকানে পাঁচ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বিভিন্ন ভ্যারাইটির রাখি পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: আরেকটু হলেই…! অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে সিদ্ধ শুঁয়োপোকা! ব্যাপক চাঞ্চল্য এলাকায়
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার ওই দোকানে আসা এক ক্রেতা বলেন, রাখির বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এই দোকানে। কিন্তু এই নামিদামি কোম্পানির চিপসের রাখি একেবারেই নতুনত্ব। এরকম রাখি তিনি এর আগে দেখেননি। একেবারে ট্রেন্ডিং বলা যেতে পারে এই রাখি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভাই বোনের প্রীতিবন্ধনের একটি উৎসব রাখি। সারাটা বছর এই দিনের অপেক্ষায় থাকে ভাই-বোনেরা। পুরুলিয়া শহরে বিভিন্ন ধরনের রাখির দেখা মিললেও এ-বছর ট্রেন্ডিং-এ চলছে নামিদামি কোম্পানির রাখি। যা রীতিমতো নজর কেড়েছে সকলের।