TRENDING:

Cyclone Dana Latest News : ঘূর্ণিঝড় দানা-র প্রভাবে ভেঙে পড়ল গাছ, নষ্ট হল ফসল, চলছে টানা বৃষ্টি

Last Updated:

শুক্রবার সকাল থেকেই ঘূর্ণিঝড় দানার কারণে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ, নষ্ট হয়েছে ফসল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : ঘূর্ণিঝড় “দানা”-র প্রভাবে শুক্রবার সকাল থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। জেলার গোপীবল্লভপুর ১ ও ২ ব্লকের এবং নয়াগ্রাম ব্লকের একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ, নষ্ট হয়েছে ফসলের। টানা বৃষ্টির কারণে সুবর্ণরেখা ও কংসাবতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। দানা মোকাবিলায় তৎপর ঝাড়গ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার সারারাত কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হয়েছে জেলা জুড়ে।
advertisement

দানা মোকাবিলায় ঝাড়গ্রাম জেলার জন্য নবান্ন থেকে আগত বিশেষ অবজারভার পরিবহন দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন শুক্রবার সকালে গোপীবল্লভপুর ১ ও ২ ব্লক এবং নয়াগ্রাম ব্লকে পরিদর্শনে যান। সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল, গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ভিডিও শ্যামসুন্দর মিশ্র সহ অন্যান্য আধিকারিকরা। গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের যে সমস্ত জায়গায় গাছ পড়ে গেছিল সেগুলি বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে সরানোর কাজ শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন : গোটা বছর মুখিয়ে থাকেন খাদ্য রসিকরা, জঙ্গলমহলে শুরু নলেন গুড় তৈরির প্রস্তুতি

দানার প্রভাবে সকাল থেকেই খাঁ খাঁ করছে ঝাড়গ্রাম শহর। রাস্তায় তেমন যানবাহনের দেখা নেই। ঝাড়গ্রাম শহরের সবজি বাজারে সবজি থাকল ক্রেতার দেখা নেই। রাস্তার দু’পাশে কিছু সংখ্যক দোকানপাট খোলা থাকলেও তেমন একটা গ্রাহক নেই। ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়ে স্বাভাবিক দিনে মানুষের ভিড় উপচে পড়ে, সারি সারি দাঁড়িয়ে থাকে দূর পাল্লার বহু যাত্রীবাহী বাস। কিন্তু এদিন সকাল থেকে রাস্তায় কোনও যাত্রীবাহী বাসের দেখা নেই।

advertisement

View More

আরও পড়ুন : হালকা শীত গায়ে মেখে সঙ্গীকে নিয়ে সময় কাটিয়ে আসুন এই জঙ্গল-কটেজে, রইল সেরা ডেস্টিনেশন

পাহাড় জঙ্গলে ঘেরা বেলপাহাড়ির বিস্তীর্ণ এলাকায় ঘূর্ণিঝড় দানার কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ মাঝে মাঝে বিচ্ছিন্ন হচ্ছিল। মধ্যরাত থেকে সম্পূর্ণভাবে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় ফলে সমস্যায় পড়েছে বেলপাহাড়ির বিস্তীর্ণ এলাকার মানুষজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

বুদ্ধদেব বেরা 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana Latest News : ঘূর্ণিঝড় দানা-র প্রভাবে ভেঙে পড়ল গাছ, নষ্ট হল ফসল, চলছে টানা বৃষ্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল