TRENDING:

South 24 Parganas News: প্রথম বার সমুদ্রে গিয়ে দুর্ঘটনার মুখে 'ভাই-ভাই'! উত্তাল ঢেউয়ে শঙ্কা মৎস্যজীবীদের

Last Updated:

প্রথম বার সমুদ্রে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ল ভাই-ভাই ট্রলার। এই ট্রলারে ১৩ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে। রায়দিঘি থেকে তেল-বরফ ভর্তি করে মাঝ সমুদ্রে পারি দিয়েছিল ট্রলারটি। সমুদ্র উত্তাল থাকায় কারণে এই ঘটনা ঘটেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবাব মল্লিক, রায়দিঘি: প্রথম বার সমুদ্রে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ল ভাই-ভাই ট্রলার। এই ট্রলারে ১৩ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে। রায়দিঘি থেকে তেল-বরফ ভর্তি করে মাঝ সমুদ্রে পারি দিয়েছিল ট্রলারটি। সমুদ্র উত্তাল থাকায় কারণে এই ঘটনা ঘটেছে।
advertisement

পরপর ট্রলার ডুবির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের মৎস্যজীবী মহলে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারের হোসপাইপ ফেটে এই ঘটনা ঘটছে‌। এই ঘটনার পর কাছাকাছি থাকা অন্য ট্রলার ওই মৎস্যজীবীদের উদ্ধার করে নিয়ে আসে।

আরও পড়ুন: ৩ দিন আগে নিঁখোজ,ক‍্যানেলের জলে ভেসে উঠল মহিলার দেহ! ডাক্তার দেখাতে গিয়ে কীভাবে মৃত‍্যু

advertisement

এই ঘটনায় ট্রলার মালিক নাসির আলি শেখ ভেঙে পড়েছেন‌। তিনি প্রথমবার ট্রলার সাগরে ভাসিয়েছিলেন। দুর্ঘটনার পর আব্বা-মায়ের দোয়া ও পায়েল নামের দুটি ট্রলার মৎস্যজীবীদের উদ্ধার করতে এগিয়ে যায়। এ নিয়ে মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, সমুদ্র এই মুহূর্তে উত্তাল রয়েছে। যে পরিস্থিতি রয়েছে সেখানে ট্রলারটিকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবুও উদ্ধারের চেষ্টা চলছে।

advertisement

আরও পড়ুন: লাগাতার বৃষ্টির জেরে জাঁকজমক থাকলেও উল্টো রথে ভিড় নেই মায়াপুর ইসকন মন্দিরে

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এডিএফ মেরিন ও উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত মৎস্যজীবীরা। ইলিশ ধরার মরশুমের প্রথম থেকেই এবছর এমন অসুবিধা হচ্ছে। কেঁদো দ্বীপের দক্ষিণে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: প্রথম বার সমুদ্রে গিয়ে দুর্ঘটনার মুখে 'ভাই-ভাই'! উত্তাল ঢেউয়ে শঙ্কা মৎস্যজীবীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল