পরপর ট্রলার ডুবির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের মৎস্যজীবী মহলে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারের হোসপাইপ ফেটে এই ঘটনা ঘটছে। এই ঘটনার পর কাছাকাছি থাকা অন্য ট্রলার ওই মৎস্যজীবীদের উদ্ধার করে নিয়ে আসে।
আরও পড়ুন: ৩ দিন আগে নিঁখোজ,ক্যানেলের জলে ভেসে উঠল মহিলার দেহ! ডাক্তার দেখাতে গিয়ে কীভাবে মৃত্যু
advertisement
এই ঘটনায় ট্রলার মালিক নাসির আলি শেখ ভেঙে পড়েছেন। তিনি প্রথমবার ট্রলার সাগরে ভাসিয়েছিলেন। দুর্ঘটনার পর আব্বা-মায়ের দোয়া ও পায়েল নামের দুটি ট্রলার মৎস্যজীবীদের উদ্ধার করতে এগিয়ে যায়। এ নিয়ে মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, সমুদ্র এই মুহূর্তে উত্তাল রয়েছে। যে পরিস্থিতি রয়েছে সেখানে ট্রলারটিকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবুও উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: লাগাতার বৃষ্টির জেরে জাঁকজমক থাকলেও উল্টো রথে ভিড় নেই মায়াপুর ইসকন মন্দিরে
এডিএফ মেরিন ও উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত মৎস্যজীবীরা। ইলিশ ধরার মরশুমের প্রথম থেকেই এবছর এমন অসুবিধা হচ্ছে। কেঁদো দ্বীপের দক্ষিণে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।