Nadia News: লাগাতার বৃষ্টি উল্টো রথে, জাঁকজমক থাকলেও ভিড় নেই ভক্তদের মায়াপুর ইসকনে, দেখুন সেই ছবি

Last Updated:
Nadia News: লাগাতার বৃষ্টি উল্টো রথে, জাঁকজমক থাকলেও ভিড় নেই ভক্তদের মায়াপুর ইসকনে, দেখুন সেই ছবি
1/6
বৃষ্টির মধ্যেই ইসকনের গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ দেব বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে চলেছেন তার মন্দিরের উদ্দেশ্যে। সারা দেশের পাশাপাশি নদিয়ার মায়াপুর ইসকনে পালিত হল উল্টোরথযাত্রা উৎসব, ঘটে দেশে-বিদেশী ভক্ত সমন্বয়।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
বৃষ্টির মধ্যেই ইসকনের গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ দেব বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে চলেছেন তার মন্দিরের উদ্দেশ্যে। সারা দেশের পাশাপাশি নদিয়ার মায়াপুর ইসকনে পালিত হল উল্টোরথযাত্রা উৎসব, ঘটে দেশে-বিদেশী ভক্ত সমন্বয়।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে ভারী বৃষ্টিকে উপেক্ষা করেও প্রভু জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা উৎসবে মাতোয়ারা হাজার হাজার দেশী বিদেশী ভক্তরা। দুপুর দুটো নাগাদ প্রভু জগন্নাথ দেব বলরাম দেব ও রানী সুভদ্রা দেবীর রথের রশ্মিতে টান দেন অসংখ্য ভক্ত।
প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে ভারী বৃষ্টিকে উপেক্ষা করেও প্রভু জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা উৎসবে মাতোয়ারা হাজার হাজার দেশী বিদেশী ভক্তরা। দুপুর দুটো নাগাদ প্রভু জগন্নাথ দেব বলরাম দেব ও রানী সুভদ্রা দেবীর রথের রশ্মিতে টান দেন অসংখ্য ভক্ত।
advertisement
3/6
বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্যে দিয়ে প্রভু জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি অর্থাৎ মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দির থেকে পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে রথ নিয়ে যাওয়া হয় রাজাপুরের মূল মন্দিরে।
বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্যে দিয়ে প্রভু জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি অর্থাৎ মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দির থেকে পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে রথ নিয়ে যাওয়া হয় রাজাপুরের মূল মন্দিরে।
advertisement
4/6
তিনটি পৃথক রথকে সাজানো হয় ফুল এবং ফল দিয়ে, যা আরও আকর্ষণ করে তোলে অসংখ্য ভক্তবৃন্দদের মনের মধ্যে। শনিবার সকাল থেকে চরম প্রস্তুতি, এরপর শুরু হয় অতি ভারী বৃষ্টি, তার মধ্যেও অসংখ্য ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে ধুমধাম এর সঙ্গে পালন করে এই উল্টোরথ উৎসব।
তিনটি পৃথক রথকে সাজানো হয় ফুল এবং ফল দিয়ে, যা আরও আকর্ষণ করে তোলে অসংখ্য ভক্তবৃন্দদের মনের মধ্যে। শনিবার সকাল থেকে চরম প্রস্তুতি, এরপর শুরু হয় অতি ভারী বৃষ্টি, তার মধ্যেও অসংখ্য ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে ধুমধাম এর সঙ্গে পালন করে এই উল্টোরথ উৎসব।
advertisement
5/6
উল্লেখ্য বিষয় উল্টোরথ উৎসবকে কেন্দ্র করে যথেষ্টই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল মায়াপুর ইসকনে। তবে অন্যান্য বারের মতো এবছর সেই অর্থে ভিড় লক্ষ্য করা গেল না রথ এবং উল্টো রথের উৎসবে মায়াপুর ইসকনে।
উল্লেখ্য বিষয় উল্টোরথ উৎসবকে কেন্দ্র করে যথেষ্টই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল মায়াপুর ইসকনে। তবে অন্যান্য বারের মতো এবছর সেই অর্থে ভিড় লক্ষ্য করা গেল না রথ এবং উল্টো রথের উৎসবে মায়াপুর ইসকনে।
advertisement
6/6
স্থানীয় এক ব্যবসায়ী জানায়, এবছর দীঘার জগন্নাথ মন্দির চালু হওয়ার কারণে হয়তো বেশিরভাগ দর্শনার্থীরা দিঘাতেই রয়েছেন মায়াপুরে আসেননি। আরেকটি বড় কারণ লাগাতার বৃষ্টির জেরে অনেকেই বাড়ি থেকে বেরোতে পারেনি উল্টোরথের দিন।
স্থানীয় এক ব্যবসায়ী জানায়, এবছর দীঘার জগন্নাথ মন্দির চালু হওয়ার কারণে হয়তো বেশিরভাগ দর্শনার্থীরা দিঘাতেই রয়েছেন মায়াপুরে আসেননি। আরেকটি বড় কারণ লাগাতার বৃষ্টির জেরে অনেকেই বাড়ি থেকে বেরোতে পারেনি উল্টোরথের দিন।
advertisement
advertisement
advertisement