ট্রলারটিতে ১৫ জন মৎস্যজীবী ছিলেন। জানা যাচ্ছে ট্রলারটি ঘাট ছেড়ে মাছ ধরতে যাচ্ছিল সেই সময় জোয়ারের জলে ট্রলারটি অনেকটা উঁচুতে উঠে গিয়ে জেটিতে ধাক্কা লাগে।
সেই সময় পাশে থাকা মাতৃ আশীষ নামের একটি ট্রলার ওই ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করে। পরে ভাটার সময় ট্রলারটিকে সোজা করার চেষ্টা করা হচ্ছে।
জেটিঘাটের ৫০ মিটারের মধ্যে এই ঘটনা ঘটায় বড়সড় বিপদের হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। দুর্ঘটনার খবর যায় রায়দিঘি থানায়। বর্তমানে ট্রলারটিকে জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে।
advertisement
তবে বেশ কিছু মৎস্যজীবীর দাবি, ট্রলারটি ভাটার সময় জেটির কাছে ছিল। এরপর জোয়ার আসতে শুরু করলে ট্রলারটি ভাসতে থাকে। এক পর্যায়ে ট্রলারটি জেটির উপর উঠে যায়। এরপর এই ঘটনা ঘটে।
তবে প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কতা থাকা সত্ত্বেও কিভাবে ওই ট্রলারটি ঘাট থেকে ছাড়ল তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই বিষয়টি খতিয়ে দেখছে মৎস্যজীবী সংগঠন। এই ঘটনায় অন্যান্য মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। নদীর জলের স্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই নিয়ে চলতি মরশুমে তিনবার রায়দিঘি জেটি ঘাটের কাছে এই ট্রলার দুর্ঘটনার ঘটনা ঘটল। ফলে কেন এই ঘটনা ঘটছে তার খতিয়ে দেখছে পুলিশ ও মৎস্যজীবী সংগঠন।






