TRENDING:

Travel-Tarapith: তারাপীঠে নামমাত্র খরচে দারুণ থাকার জায়গা! মায়ের পুজো সঙ্গে নিরিবিলিতে ছুটি কাটান!

Last Updated:

Travel-Tarapith: নিরিবিলিতে তারাপীঠে থাকার এক দারুণ জায়গা! খরচ খুব কম! জানুন কীভাবে আসবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দির। প্রত্যেকদিন দূর দুরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে মন্দিরে।বিশেষ দিনে ভক্তের সমাগম পেরিয়ে যায় লক্ষাধিক। আর এই তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে রয়েছে ছোট-বড় কয়েক হাজার লজ। গরিব মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সকলের থাকার জন্য বিভিন্ন ধরনের লজের ব্যবস্থা রয়েছে।
advertisement

তবে তারাপীঠে আগত অনেকেই চান মা তারার পুজো দেওয়ার পর একটু নিরিবিলি পরিবেশে পরিবারের সঙ্গে সময় কাটাতে। এবার সেই সমস্ত আগত দর্শনার্থীদের জন্য এক নিরিবিলি পরিবেশে রিসর্টের খোঁজ মিলল। তারাপীঠ মন্দির থেকে মাত্র দু কিলোমিটার দূরেই অবস্থিত লোকনাথ রিসর্ট। এই রিসর্টের মধ্যে রয়েছে আটটি রুম এছাড়াও চিলড্রেন পার্ক, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা থেকে শুরু করে কফি হাউস এবং রেস্টুরেন্ট।

advertisement

আরও পড়ুন: কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন কী করে? এইসব উপসর্গ আপনার নেই তো!

এখানে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। যদি ট্রেনে করে রামপুরহাট স্টেশন থেকে মাত্র ৩০ টাকার বিনিময়ে পৌঁছে যাওয়া যাবে এই রিসর্টে। সেখান থেকে মন্দির যাওয়ার জন্য রিসোর্ট কর্তৃপক্ষের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়া হয় । আর এই রিসোর্ট এর অন্যতম আকর্ষণ হল এই রিসোর্ট এর পাশেই রয়েছে লোকনাথ এবং নারায়ণ মন্দির। কয়েক লক্ষ টাকা খরচ করে এই মন্দির প্রতিষ্ঠা করেন রিসোর্টে মালিক । শুধুমাত্র এই রিসোর্টে থাকা দর্শনার্থীরা এই মন্দিরের দর্শন করতে পারেন সেটা নয়, তারাপীঠ আগত সমস্ত দর্শনার্থীও সন্ধ্যের পর ভিড় জমান এই রিসোর্টের পাশে অবস্থিত লোকনাথ মন্দিরে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Travel-Tarapith: তারাপীঠে নামমাত্র খরচে দারুণ থাকার জায়গা! মায়ের পুজো সঙ্গে নিরিবিলিতে ছুটি কাটান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল