তবে তারাপীঠে আগত অনেকেই চান মা তারার পুজো দেওয়ার পর একটু নিরিবিলি পরিবেশে পরিবারের সঙ্গে সময় কাটাতে। এবার সেই সমস্ত আগত দর্শনার্থীদের জন্য এক নিরিবিলি পরিবেশে রিসর্টের খোঁজ মিলল। তারাপীঠ মন্দির থেকে মাত্র দু কিলোমিটার দূরেই অবস্থিত লোকনাথ রিসর্ট। এই রিসর্টের মধ্যে রয়েছে আটটি রুম এছাড়াও চিলড্রেন পার্ক, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা থেকে শুরু করে কফি হাউস এবং রেস্টুরেন্ট।
advertisement
আরও পড়ুন: কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন কী করে? এইসব উপসর্গ আপনার নেই তো!
এখানে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। যদি ট্রেনে করে রামপুরহাট স্টেশন থেকে মাত্র ৩০ টাকার বিনিময়ে পৌঁছে যাওয়া যাবে এই রিসর্টে। সেখান থেকে মন্দির যাওয়ার জন্য রিসোর্ট কর্তৃপক্ষের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়া হয় । আর এই রিসোর্ট এর অন্যতম আকর্ষণ হল এই রিসোর্ট এর পাশেই রয়েছে লোকনাথ এবং নারায়ণ মন্দির। কয়েক লক্ষ টাকা খরচ করে এই মন্দির প্রতিষ্ঠা করেন রিসোর্টে মালিক । শুধুমাত্র এই রিসোর্টে থাকা দর্শনার্থীরা এই মন্দিরের দর্শন করতে পারেন সেটা নয়, তারাপীঠ আগত সমস্ত দর্শনার্থীও সন্ধ্যের পর ভিড় জমান এই রিসোর্টের পাশে অবস্থিত লোকনাথ মন্দিরে।
সৌভিক রায়