১৫০০ টাকা নয়, মাত্র ৯৫০ টাকাতেই এবার দীর্ঘ প্রায় ৬১২ কিলোমিটার রাস্তা বালুরঘাট থেকে দিঘা যেতে পারবেন। বালুরঘাটের মানুষদের সুবিধার্থে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে বালুরঘাট দিঘা বাসের সূচনা করে এমনটাই ঘোষণা করলেন উত্তরবঙ্গ পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
advertisement
এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, ‘রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে দিঘাগামী ছ’টি বাস চালু হয়েছিল উত্তরবঙ্গের ছ’টি জেলা থেকে। যে তালিকায় বাদ পড়েছিল দক্ষিণ দিনাজপুর। তবে, নতুন করে চালু হওয়া ছ’টি বাসের মধ্যে পাঁচটি লাভের সঙ্গে চললেও মালদা থেকে চলা বাসটি কিছুটা যাত্রী সমস্যায় ভুগছিল। তাই সেই বাসটিকে বালুরঘাট থেকে চালাবার সিদ্ধান্ত নিয়েই উদ্বোধন করা হল এদিন।’
দিঘাগামী এই ভলভো বাসটি সপ্তাহে দু’দিন এই বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে সন্ধ্যাবেলায় ছেড়ে যাবে এবং পরের দিন দিঘা থেকে ওই বাস আবার বালুরঘাটে ফিরবে। বালুরঘাট থেকে কলকাতা পর্যন্ত যাতায়াতের সরাসরি বাস থাকলেও, দিঘা যাওয়ার কোনও বাস এতদিন ছিল না জেলায়।