পূর্ব বর্ধমানে দুর্ঘটনা এড়াতে বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছেন পরিবহণ দফতরের আধিকারিকরা। ফিটনেস ছাড়া কোনও বাস রাস্তায় নামানো যাবে না বলে সেই বৈঠকে সতর্ক করা হয়েছে। বৈঠকে আরটিও অনুপম চক্রবর্তী-সহ পরিবহণ দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। আরটিও বলেন, বাসের ছাদে যাত্রী তোলা যাবে না। নিয়মিত টায়ার পরীক্ষা করতে হবে। বাসের ছাদে যাত্রী ওঠা বন্ধ করতে নিয়মিত নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।
advertisement
আরও পড়ুন : আত্মঘাতী প্রেমিক জুটির পুতুল বানিয়ে বিয়ে দিলেন পরিজনরা
গত কয়েকদিনে কাটোয়া ও ভাতার দুটি বাস দুর্ঘটনা ঘটেছে। দু'টি ক্ষেত্রেই বাসের ফিটনেস ছিল না। ভাতারে বাসের সামনের চাকা ফেটে যায়। কাটোয়ায় চালক গতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় বাসটি উল্টে যায়।পরিবহণ দফতরের এক আধিকারিক বলেন, অভিযানে নেমে জেলায় ৯টি বাস আটক করা হয়েছে। ওই বাসগুলির একাধিক যান্ত্রিক ত্রুটি ছিল। আগামী দিনে আবারও অভিযানে নামা হবে। স্পিড লিমিট ডিভাইস সব বাসেই লাগাতে হবে। বর্ধমান মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, পরিবহণ দফতরের সব সিদ্ধান্তই মানা হবে। ফিটনেস না থাকলে দুর্ঘটনা বাড়তে পারে।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে অনেক বাসেই স্পিড লিমিট ডিভাইস নেই। বাস মালিকদের দ্রুত সেই ব্যবস্থা কার্যকর করতে বলা হয়েছে। যাত্রীদের অভিযোগ,অনেক ক্ষেত্রেই জনবহুল এলাকাগুলিতে যাত্রী তোলার জন্য বাসগুলি শম্বুক গতিতে চলাচল করে। ফাঁকা এলাকায় অতি দ্রুত গতিতে ছুটতে থাকে বাসগুলি।তখনই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারেও পরিবহন দপ্তরের নজর দেওয়া উচিত। কোনরকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলে আশ্বাস দিয়েছে পরিবহণ দফতর।