Viral Video: লাদাখের বরফঢাকা পাহাড়ের কোলে দুই তরুণীর অপূর্ব নাচ ‘কালা’-র গান ‘ঘোড়ে পে সওয়ার’-এর সঙ্গে, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: ভিডিও ভাইরাল হল যেখানে দেখা যাচ্ছে লাদাখে বরফ ঢাকা পাহাড়ের কোলে এই গানের সঙ্গে নাচছেন দুই তরুণী

লাদাখের চিরাচরিত পোশাকে সেজেছেন দুই তরুণী
লাদাখের চিরাচরিত পোশাকে সেজেছেন দুই তরুণী
স্মৃতিমেদুর কথা এবং সুরে ইন্টারনেটে বাজিমাত করেছে নেটফ্লিক্সের ছবি ‘কালা’-র গান ‘ঘোড়ে পে সওয়ার’৷ সকলের ঠোঁটে ঠোঁটে ঘোরাফেরা করছে গানের কলি৷ ইনস্টাগ্রামে ঝড় তুলেছে গানটি৷ এ বার একটি ভিডিও ভাইরাল হল যেখানে দেখা যাচ্ছে লাদাখে বরফ ঢাকা পাহাড়ের কোলে এই গানের সঙ্গে নাচছেন দুই তরুণী৷ ১৫ জানুয়ারি ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন জিগমত লাদাখি৷ ক্যাপশনে জানিয়েছেন দুই নৃত্যশিল্পীর নামও৷ তাঁরা ফুন্টসোক ওয়াংমো এবং পদ্মা লামো৷
লাদাখের চিরাচরিত পোশাকে সেজেছেন দুই তরুণী৷ অপূর্ব নৈসর্গিক দৃশ্যের প্রেক্ষাপটে তাঁদের সুললিত নাচ মন জয় করেছে নেটিজেনদের৷ লাদাখের প্রকৃতি, বলিউডের গান, তরুণীদের নাচ-সব মিলেমিশে যেন রূপকথা মুহূর্ত তৈরি করেছে৷ যেমন তাঁদের ভঙ্গি, তেমনই এক্সপ্রেশন৷ শেয়ার করার পর থেকে এসেছে ৭৭৭০-এর বেশি ভিউজ, ৫২৪ টি লাইক এবং শতাধিক রিট্যুইট৷
আরও পড়ুন :  আমন্ত্রিত অতিথি সারমেয়দের জন্য লোভনীয় পদ! বিয়ে হল দুই পোষা কুকুর টমি-জেলির
নেটিজেনরা মুগ্ধ দুই লাদাখি সুন্দরীর নাচে৷ একজন লিখেছেন, ‘যেমন সুন্দর কোরিওগ্রাফি, তেমনই অপূর্ব পারফরম্যান্স’৷ আর এর ট্যুইটারেত্তির মন্তব্য, আভিজাত্য ভরা দেহভঙ্গির সঙ্গে অপূর্ব প্রেক্ষাপট৷ কেউ লিখেছেন ‘লাদাখের অনবদ্য নৈসর্গিক প্রকৃতির সঙ্গে অসামান্য নাচ’৷
advertisement
advertisement
প্রসঙ্গত অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মা প্রযোজিত ‘কালা’-এ অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং বাবিল খান৷ এই ছবি এক উদীয়মান গায়িকার কথা বলে, যাঁর নাম কালা৷ সারা জীবন সে চেষ্টা করে চলে মায়ের কাছ থেকে অনুমোদন পাওয়ার৷
advertisement
বাবিল খান অভিনয় করেছেন বিস্ময়প্রতিভা জগনের ভূমিকায়৷ যে নাকি নিজের অজান্তেই কালার চলার পথে প্রধান অন্তরায় হয়ে ওঠে৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: লাদাখের বরফঢাকা পাহাড়ের কোলে দুই তরুণীর অপূর্ব নাচ ‘কালা’-র গান ‘ঘোড়ে পে সওয়ার’-এর সঙ্গে, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement