Dog wedding performed: আমন্ত্রিত অতিথি সারমেয়দের জন্য লোভনীয় পদ! বিয়ে হল দুই পোষা কুকুর টমি-জেলির

Last Updated:

Dog wedding performed: দু’পেয়ে অভ্যাগত নন। বিয়ের অতিথি ছিল স্থানীয় সারমেয়রা

সব রীতিনীতি ও ঐতিহ্য মেনে বিয়ে দেওয়া হয় সারমেয় জুটির
সব রীতিনীতি ও ঐতিহ্য মেনে বিয়ে দেওয়া হয় সারমেয় জুটির
সামনেই বিয়ের মরশুম। তবে শুধু মানুষেরই নয়। বিয়ের ফুল ফুটল পোষ্য সারমেয়রও। সাত মাস বয়সি পাত্রী পোষ্য জেলির বিয়ে দেওয়া হল টমির সঙ্গে। সব রীতিনীতি ও ঐতিহ্য মেনে বিয়ে দেওয়া হয় সারমেয় জুটির। শনিবার উত্তরপ্রদেশের আলিগড় সাক্ষী থাকল এই অদ্ভুত বিয়ের।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে আলিগড়ের বাসিন্দা দীনেশ চৌধুরীর পোষা কুকুরের নাম টমি। স্থানীয় গ্রাম সুখরাভলির প্রাক্তন পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি। অন্যদিকে আটরৌলির টিকরি রায়পুরের ডক্টর রামপ্রকাশ সিং-এর পোষ্য হল পাত্র জেলি। খবরে প্রকাশ, ১৪ জানুয়ারি বিয়ে দেওয়া হয় টমি ও জেলির। ঢোলবাদ্যির মধ্যে বর কনের মালাবদল হয়। বর টমি এবং কনে জেলির আজব বিয়ে ঘিরে ছিল জমকালো শোভাযাত্রা। কনে জেলির পরিবারের তরফে যাঁরা আসেন তাঁরা টমির কপালে তিলক পরিয়ে দেন। টমির সঙ্গে বরযাত্রীরা আসেন শোভাযাত্রা করে বরাতি নিয়ে। বরযাত্রীদের শোভাযাত্রা এখন ভাইরাল সমাজমাধ্যমে।
advertisement
আরও পড়ুন :  আগুনে ঢেকে গেল স্ক্রিন, নেপালে বিমান দুর্ঘটনার আগে কে করছিলেন ফেসবুক লাইভ, জানুন পরিচয়
সারমেয় জুটির বিয়ে উপলক্ষে দেশি ঘিয়ে রাঁধা খাবার পরিবেশন করা হয় অতিথিদের। তবে দু’পেয়ে অভ্যাগত নন। বিয়ের অতিথি ছিল স্থানীয় সারমেয়রা। কনেপক্ষর তরফে দীনেশ জানান, বিয়ে উপলক্ষে ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা খরচ করেছেন তাঁরা। বিয়ের শেষে ছিল কনেবিদায়ের পর্বও।
advertisement
advertisement
তবে সারমেয়-বিবাহ শিরোনামে এই প্রথম বার আসেনি। গত বছর নভেম্বরে একই ধরনের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল গুরুগ্রামে। সেই বিয়ে উপলক্ষে ছাপানো হয়েছিল ১০০ নিমন্ত্রণপর্ব। সেই বিয়ের আসরেও নাচগান ও রোশনাইয়ের অভাব ছিল না।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Dog wedding performed: আমন্ত্রিত অতিথি সারমেয়দের জন্য লোভনীয় পদ! বিয়ে হল দুই পোষা কুকুর টমি-জেলির
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement