নিত্যযাত্রীদের দাবি, অফিস, স্কুল-কলেজ কিংবা অন্য গুরুত্বপূর্ণ কাজে সময় মতো পৌঁছনো সম্ভব হচ্ছে না। ফের ট্রেন দেরি নিয়ে চরম ভোগান্তির ছবি সোনারপুর স্টেশনে। বৃহস্পতিবার সকাল ৮টা ৪২ মিনিটের সোনারপুর লোকাল নির্দিষ্ট সময়ে স্টেশনে প্রবেশ না করায় ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। অভিযোগ, ট্রেন ঢুকতে দেরি হওয়ায় ছাড়তেও দেরি হয়, আর এই সমস্যার মুখে পড়তে হচ্ছে প্রায় প্রতিদিনই। শেষ পর্যন্ত রেললাইনে নেমে ট্রেন অবরোধে সামিল হন যাত্রীরা।
advertisement
যাত্রীদের দাবি, নিয়মিত এই দেরির কারণে অফিস, স্কুল-কলেজ কিংবা অন্য গুরুত্বপূর্ণ কাজে সময়মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না। বহুবার অভিযোগ জানানো হলেও পরিস্থিতির কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবারের ঘটনার জেরে স্টেশনে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। রেল সূত্রে জানা গিয়েছে, সোনারপুর স্টেশনে ট্রেন ঢুকতে দেরি হওয়াতেই এই বিপত্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর জিআরপি ও আরপিএফ। পুলিশ ও রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। প্রায় ২০ মিনিট ধরে চলে এই অবরোধ।
প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন নিত্যযাত্রীরা। যার জেরে শিয়ালদহগামী একাধিক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। প্ল্যাটফর্মে ও লাইনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন, ফলে ভোগান্তি বাড়ে যাত্রীদের। রেল দফতর সূত্রে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে। তবে প্রতিদিনের এই দেরি ও যাত্রী অসন্তোষ কবে কমবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
