আরও পড়ুন: পেশায় ট্রেনের হকার, নেশা শিল্প, অভাবী সুজিতের হাতের কাজ তাক লাগাচ্ছে সকলকে, দেখুন
কলেজের প্রিন্সিপাল ডঃ পরামার্থ ঘোষ জানান, তিন দিন ধরে এই খো খো খেলার ক্যাম্প শুরু হল। বর্তমানে অনেক খেলাধুলা থাকলেও প্রাচীনতম খো খো খেলা। বিশেষ করে এই খেলা গ্রাম বাংলার দিকে অনেকটাই প্রচলন কমে গেছে। তাই কলেজ এবং শারীরশিক্ষা বিভাগের উদ্যোগে অনেক ছেলেমেয়ে আছে যারা হয়তো কোচিংয়ের জন্য খেলায় অংশগ্রহণের সুযোগ পায় না। তাই সম্পূর্ণ বিনা পয়সায় খো খো খেলায় ক্যাম্প করা হয়েছে।অন্যদিকে কোচিং এর শিক্ষক তরুণ কান্তি চৌধুরী বক্তব্য, দিন দিন এই খো খো খেলা গ্রামের দিকে অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু এখনো গ্রামে অনেক ছেলে-মেয়ে আছে যারা এই খেলাতে প্রচুর প্রতিভা আছে। কিন্তু সুযোগ না থাকার ফলে তারা এই খেলা থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছে। তাই কলেজের উদ্যোগে এই যে খো খো খেলায় আলাদাভাবে তাদেরকে কোচিং দেওয়ার উদ্যোগ নেওয়াতে খুবই ভালো লাগছে।খো খো খেলায় অংশগ্রহণ ছাত্র জানান খুবই ভালো উদ্যোগ নিয়েছে কলেজ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আমরা এই খেলার সঙ্গে যুক্ত হলেও সেভাবে সুযোগ পাই না ক্যাম্পের। আবার টাকা-পয়সার অভাবে প্রশিক্ষণ নিতে পারি না। তাই এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Suvojit Ghosh