TRENDING:

Hooghly News: ক্রিকেট-ফুটবলের ভিড়ে হারিয়ে যাওয়া খেলা খো খো-কে মনে করাতে প্রশিক্ষণ শিবির

Last Updated:

খো খো ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম, কিন্তু বর্তমানে, গ্রামবাংলার এই খেলা হারিয়ে যেতে বসেছে। এবার সেই খো খো খেলা দেখা গেল হুগলির গোঘাটের বেঙ্গাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: খো খো ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম, একটি দলগত খেলা। কিন্তু বর্তমানে, গ্রামবাংলার এই খেলা হারিয়ে যেতে বসেছে। অতীতে এই খেলার চল থাকলেও বর্তমানে সেভাবে এই খেলা দেখা যায় না বললেই চলে। এবার সেই খো খো খেলা দেখা গেল হুগলির গোঘাটের বেঙ্গাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে।জানা যায় শারীরশিক্ষা বিভাগের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির দেওয়া হচ্ছে পড়ুয়াদের। প্রায় তিন দিন ধরে ছাত্র-ছাত্রীদেরকে কোচিং দেবেন বাইরের শিক্ষকেরা।এই খেলায় অংশ নিতে কলেজ পড়ুয়ারা বিভিন্ন জায়গা থেকে এসেছে । হারিয়ে যাওয়া এই খেলা দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে শিক্ষক শিক্ষিকা থেকে অন্যান্য বিভাগের পড়ুয়ার।
advertisement

আরও পড়ুন:  পেশায় ট্রেনের হকার, নেশা শিল্প, অভাবী সুজিতের হাতের কাজ তাক লাগাচ্ছে সকলকে, দেখুন

কলেজের প্রিন্সিপাল ডঃ পরামার্থ ঘোষ জানান, তিন দিন ধরে এই খো খো খেলার ক্যাম্প শুরু হল। বর্তমানে অনেক খেলাধুলা থাকলেও প্রাচীনতম খো খো খেলা। বিশেষ করে এই খেলা গ্রাম বাংলার দিকে অনেকটাই প্রচলন কমে গেছে। তাই কলেজ এবং শারীরশিক্ষা বিভাগের উদ্যোগে অনেক ছেলেমেয়ে আছে যারা হয়তো কোচিংয়ের জন্য খেলায় অংশগ্রহণের সুযোগ পায় না। তাই সম্পূর্ণ বিনা পয়সায় খো খো খেলায় ক্যাম্প করা হয়েছে।অন্যদিকে কোচিং এর শিক্ষক তরুণ কান্তি চৌধুরী বক্তব্য, দিন দিন এই খো খো খেলা গ্রামের দিকে অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু এখনো গ্রামে অনেক ছেলে-মেয়ে আছে যারা এই খেলাতে প্রচুর প্রতিভা আছে। কিন্তু সুযোগ না থাকার ফলে তারা এই খেলা থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছে। তাই কলেজের উদ্যোগে এই যে খো খো খেলায় আলাদাভাবে তাদেরকে কোচিং দেওয়ার উদ্যোগ নেওয়াতে খুবই ভালো লাগছে।খো খো খেলায় অংশগ্রহণ ছাত্র জানান খুবই ভালো উদ্যোগ নিয়েছে কলেজ।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আমরা এই খেলার সঙ্গে যুক্ত হলেও সেভাবে সুযোগ পাই না ক্যাম্পের। আবার টাকা-পয়সার অভাবে প্রশিক্ষণ নিতে পারি না। তাই এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ক্রিকেট-ফুটবলের ভিড়ে হারিয়ে যাওয়া খেলা খো খো-কে মনে করাতে প্রশিক্ষণ শিবির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল