Hooghly News: পেশায় ট্রেনের হকার, নেশা শিল্প, অভাবী সুজিতের হাতের কাজ তাক লাগাচ্ছে সকলকে, দেখুন
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Hooghly News: ঘর বলতে আবার তেমন কিছু নয়, সামান্য একটি একচালা টালির ছাউনির ঘর। বাইরের রাস্তায় বসে আপন মনে তৈরি করে ফেলে নানা রকমের কারুকার্য।
হুগলি: পেশায় ট্রেনের ফল বিক্রেতা, নেশা শিল্প। ছোটো ছোটো বাতিল জিনিসপত্র দিয়ে নিপুণ হাতের কাজ ফুটিয়ে তুলছেন তিনি একের পর এক। বলাগরের সুজিত দেবনাথের হাতের কাজ দেখে চমকে উঠছেন অনেকেই। ফেলে দেওয়া আইসক্রিমের কাঠি দিয়ে বানিয়ে ফেলেছেন অপূর্ব একটি শো-পিস। এইটি যে তাঁর প্রথম সৃষ্টি এমনটা নয়, ছোট বয়স থেকেই এই রকম ভাবেই নিজের শিল্পকে ফুটিয়ে তুলেছেন বছর ২০-এর সুজিত দেবনাথ।
বলাগরের ব্যানার্জি পাড়ার বাসিন্দা সুজিত আর তাঁর ভাই সকাল হতেই বেরিয়ে পড়েন হাওড়া কাটোয়া লোকাল ধরে। গন্তব্যস্থল বলতে কিছুই নেই, শুধু পেটের টানে হকারি করতে বেরিয়ে যেতে হয় তাঁকে। সারাদিন ধরে ট্রেনে ফল বিক্রি করে কখনও ১০০, কখনও আবার ১৫০ টাকা আয় হয়। ঘরে ফিরেই একরাশ স্বপ্ন চোখে নিয়ে বসে পড়েন নিজের শিল্পের কাজে।
advertisement
advertisement
ঘর বলতে আবার তেমন কিছু নয়, সামান্য একটি একচালা টালির ছাউনির ঘর। বাইরের রাস্তায় বসে আপন মনে তৈরি করে ফেলে নানা রকমের কারুকার্য। তবে শুধুই নিজের খুশিতে নয়, অনেক সময় আবার বায়না আসে। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে সুজিতের হাতে সেজে ওঠে হাজার হাজার সৃষ্টি।
অভাবের তাড়নায় ঠিকমতো খাওয়া জোটানো দায়, তাই পড়াশোনা করা এই ঘরে যেন বিলাসিতা। কোনও রকমে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন দাদা। ভাইয়ের পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। পড়াশোনা না করার আক্ষেপটা তাই একপ্রকার বুজে এল সুজিতের গলায়। কোনও প্রশিক্ষণ তালিম বা গুরুর কাছ থেকে অনুশীলন নয়, কেবল ভালবাসা থেকেই তৈরি করে ফেলেন একের পর এক অনবদ্য সৃষ্টি।
advertisement
আরও পড়ুন: ‘ত্রিদোষ প্রশমক’ আপনার ঘরের পাশেই! এই গাছের পাতা-ডাঁটা সর্বরোগহরা, জাদুকরী গাছ সারাবে মারণরোগ
সুজিত তাঁর শিল্পীসত্তার মূল্য হয়তো তিনি সঠিক পান না। তবে সুজিতের হাতের কাজ দেখে বর্তমান সময়ে বেশ কিছু মানুষ তাঁর কাছে আসছেন নতুন কিছু বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। যৎসামান্য পারিশ্রমিকেই কাজ করে চলেছেন তিনি।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 2:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: পেশায় ট্রেনের হকার, নেশা শিল্প, অভাবী সুজিতের হাতের কাজ তাক লাগাচ্ছে সকলকে, দেখুন