Hooghly News: পেশায় ট্রেনের হকার, নেশা শিল্প, অভাবী সুজিতের হাতের কাজ তাক লাগাচ্ছে সকলকে, দেখুন

Last Updated:

Hooghly News: ঘর বলতে আবার তেমন কিছু নয়, সামান্য একটি একচালা টালির ছাউনির ঘর। বাইরের রাস্তায় বসে আপন মনে তৈরি করে ফেলে নানা রকমের কারুকার্য।

+
আইসক্রিমের

আইসক্রিমের কাঠি দিয়ে শোপিস বানাচ্ছেন সুজিত

হুগলি: পেশায় ট্রেনের ফল বিক্রেতা, নেশা শিল্প। ছোটো ছোটো বাতিল জিনিসপত্র দিয়ে নিপুণ হাতের কাজ ফুটিয়ে তুলছেন তিনি একের পর এক। বলাগরের সুজিত দেবনাথের হাতের কাজ দেখে চমকে উঠছেন অনেকেই। ফেলে দেওয়া আইসক্রিমের কাঠি দিয়ে বানিয়ে ফেলেছেন অপূর্ব একটি শো-পিস। এইটি যে তাঁর প্রথম সৃষ্টি এমনটা নয়, ছোট বয়স থেকেই এই রকম ভাবেই নিজের শিল্পকে ফুটিয়ে তুলেছেন বছর ২০-এর সুজিত দেবনাথ।
বলাগরের ব্যানার্জি পাড়ার বাসিন্দা সুজিত আর তাঁর ভাই সকাল হতেই বেরিয়ে পড়েন হাওড়া কাটোয়া লোকাল ধরে। গন্তব্যস্থল বলতে কিছুই নেই, শুধু পেটের টানে হকারি করতে বেরিয়ে যেতে হয় তাঁকে। সারাদিন ধরে ট্রেনে ফল বিক্রি করে কখনও ১০০, কখনও আবার ১৫০ টাকা আয় হয়। ঘরে ফিরেই একরাশ স্বপ্ন চোখে নিয়ে বসে পড়েন নিজের শিল্পের কাজে।
advertisement
advertisement
ঘর বলতে আবার তেমন কিছু নয়, সামান্য একটি একচালা টালির ছাউনির ঘর। বাইরের রাস্তায় বসে আপন মনে তৈরি করে ফেলে নানা রকমের কারুকার্য। তবে শুধুই নিজের খুশিতে নয়, অনেক সময় আবার বায়না আসে। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে সুজিতের হাতে সেজে ওঠে হাজার হাজার সৃষ্টি।
অভাবের তাড়নায় ঠিকমতো খাওয়া জোটানো দায়, তাই পড়াশোনা করা এই ঘরে যেন বিলাসিতা। কোনও রকমে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন দাদা। ভাইয়ের পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। পড়াশোনা না করার আক্ষেপটা তাই একপ্রকার বুজে এল সুজিতের গলায়। কোনও প্রশিক্ষণ তালিম বা গুরুর কাছ থেকে অনুশীলন নয়, কেবল ভালবাসা থেকেই তৈরি করে ফেলেন একের পর এক অনবদ্য সৃষ্টি।
advertisement
সুজিত তাঁর শিল্পীসত্তার মূল্য হয়তো তিনি সঠিক পান না। তবে সুজিতের হাতের কাজ দেখে বর্তমান সময়ে বেশ কিছু মানুষ তাঁর কাছে আসছেন নতুন কিছু বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। যৎসামান্য পারিশ্রমিকেই কাজ করে চলেছেন তিনি।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: পেশায় ট্রেনের হকার, নেশা শিল্প, অভাবী সুজিতের হাতের কাজ তাক লাগাচ্ছে সকলকে, দেখুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement