TRENDING:

Purulia News: জঙ্গলমহলে খুশির হাওয়া, পুরুলিয়া-কোটশিলা ডবল লাইনে শুরু হল ট্রেন চলাচল

Last Updated:

Purulia News: খুশির মেজাজে জঙ্গলমহল , কোটশিলা-পুরুলিয়া ডবল লাইনের ট্রেন চলাচলের সুচনা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : দীর্ঘ অপেক্ষার অবসান হল। বিগত বেশ কিছুদিন ধরে চলছিল কোটশিলা পুরুলিয়া ডবল লাইনের কাজ। পুরুলিয়া-কোটশিলা ৩৬ কিমি ডাবল রেল লাইনের কাজ শনিবার শেষ হয়েছে। এইদিন থেকেই আনুষ্ঠানিকভাবে এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন,দীর্ঘদিন ধরে কোটশিলা-সহ পুরুলিয়াবাসীরা এই রেলপথের দাবি জানিয়েছিলেন।
advertisement

সেইমতো এই কাজও শুরু হয়েছিল। বিপুল অর্থ ব্যয় এই কাজ সম্পন্ন হয়েছে। এটি আদ্রা ডিভিশনের জন্য একটি বড় প্রাপ্তি। ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন সিঙ্গেল লাইনে এখানে ট্রেন চলেছে এখন থেকে দুটি লাইনে ট্রেন যাতায়াত সম্ভব হবে। এতে মানুষের অনেকটাই উপকার হবে। বিগত বেশ কিছুদিন আগেই পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের কাজ কেমন চলছে তা সরোজমিনে পরিদর্শন করে দেখেছিলেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র।

advertisement

আরও পড়ুন-সূর্যগ্রহণেই খুলবে ভাগ্যের দরজা…! সূর্য-শনির মহামিলনে দুর্লভ যোগে ‘মালামাল’ ৫ রাশি! পিতা-পুত্রের ডবল ধামাকায় অঢেল টাকার বৃষ্টি

এছাড়াও অমৃত ভারত স্টেশনের কাজ কেমন চলছে সে বিষয়েও নজর ছিল তার। তিনি সেই সময় জানিয়েছিলেন মার্চ মাসে শেষের দিকে ডবল লাইনের কাজ সম্পন্ন হয়ে ট্রেন চলাচল হবে। সেই মতই শনিবার থেকে পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের ট্রেন চলাচল শুরু হল।

advertisement

আরও পড়ুন-ঘনিয়ে আসছে ভয়ঙ্কর বিপর্যয়…! ৮ রাজ্য কাঁপবে তুমুল ভারী ঝড়-বৃষ্টিতে! ধুলোঝড়ের তাণ্ডব, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

পুরুলিয়া সঙ্গে ঝালদার যোগাযোগের অন্যতম মাধ্যম ট্রেন পরিষেবা। এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল পুরুলিয়া সঙ্গে কোটশিলার ট্রেন পথে যেন ডাবল লাইন থাকে। পুরুলিয়া কোটশিলা ডাবল লাইন পরিষেবা পেয়ে খুশি জঙ্গলমহলবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: জঙ্গলমহলে খুশির হাওয়া, পুরুলিয়া-কোটশিলা ডবল লাইনে শুরু হল ট্রেন চলাচল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল