সেইমতো এই কাজও শুরু হয়েছিল। বিপুল অর্থ ব্যয় এই কাজ সম্পন্ন হয়েছে। এটি আদ্রা ডিভিশনের জন্য একটি বড় প্রাপ্তি। ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন সিঙ্গেল লাইনে এখানে ট্রেন চলেছে এখন থেকে দুটি লাইনে ট্রেন যাতায়াত সম্ভব হবে। এতে মানুষের অনেকটাই উপকার হবে। বিগত বেশ কিছুদিন আগেই পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের কাজ কেমন চলছে তা সরোজমিনে পরিদর্শন করে দেখেছিলেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র।
advertisement
এছাড়াও অমৃত ভারত স্টেশনের কাজ কেমন চলছে সে বিষয়েও নজর ছিল তার। তিনি সেই সময় জানিয়েছিলেন মার্চ মাসে শেষের দিকে ডবল লাইনের কাজ সম্পন্ন হয়ে ট্রেন চলাচল হবে। সেই মতই শনিবার থেকে পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের ট্রেন চলাচল শুরু হল।
আরও পড়ুন-ঘনিয়ে আসছে ভয়ঙ্কর বিপর্যয়…! ৮ রাজ্য কাঁপবে তুমুল ভারী ঝড়-বৃষ্টিতে! ধুলোঝড়ের তাণ্ডব, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
পুরুলিয়া সঙ্গে ঝালদার যোগাযোগের অন্যতম মাধ্যম ট্রেন পরিষেবা। এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল পুরুলিয়া সঙ্গে কোটশিলার ট্রেন পথে যেন ডাবল লাইন থাকে। পুরুলিয়া কোটশিলা ডাবল লাইন পরিষেবা পেয়ে খুশি জঙ্গলমহলবাসী।
শর্মিষ্ঠা ব্যানার্জি