TRENDING:

Train services: বাঁশবেড়িয়া স্টেশনে ওভার-হেডের তার ছিড়ে বিপত্তি! বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেন চলাচল! আটকে বহু ট্রেন!

Last Updated:

Train services: সপ্তাহের প্রথম দিনেই বিপত্তি! ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ট্রেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: আবার ও ট্রেনের ওভার হেডের তার ছিড়ে বিপত্তি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রইল ট্রেন। সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা। এই দুর্ঘটনার ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ডাউন ব্যান্ডেল ও আপ কাটোয়া বর্ধমানগামী একাধিক ট্রেন। সোমবার রাত সাড়ে নটা নাগাদ বাঁশবেড়িয়া স্টেশনে ওভারহেডের তার ছিড়ে ঘটে বিপত্তি।
advertisement

স্থানীয় সূত্রে খবর , এই দিন রাতে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। ডাউন লাইনে কাটোয়া ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে পড়ে, জিরাট স্টেশনে দাঁড়িয়ে পড়ে কাটোয়া হাওড়া লোকাল। তার আগের ট্রেন কাটোয়া হাওড়া লোকাল খামারগাছি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। বাঁশবেড়িয়া এলাকায় রয়েছে তিনটি কারখানা । কুন্তীঘাটে রয়েছে কেশোরাম রেওন কারখানা, বাঁশবেড়িয়া রয়েছে প্লাস্টিক কারখানা ও ত্রিবেণীতে রয়েছে আইটিসি কারখানা।ফলে নাইট শিফটে কাজে যোগদানকারী শ্রমিকরা, তারা ট্রেনের মধ্যে আটকে পড়েছেন। সময়ের মধ্যে কাজে যোগ দিতে পারবেন কিনা সে বিষয়েও সংশয় রয়েছে তাদের ।অফিস টাইমে ট্রেন চলাচলের সমস্যা হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে বহু ট্রেন যাত্রীকে।

advertisement

আরও পড়ুন: 

ইতিমধ্যেই রেলের কর্মীরা  দ্রুত মেরামতির কাজে হাত লাগিয়েছে। রেলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে মাইকিং প্রচার করে ঘোষণা করা হয় বাঁশবেড়িয়া স্টেশনে ওভারেটে তার ছিড়ে যাওয়ার কারণে ডাউন লাইনে ট্রেন ছাড়তে দেরি হবে । যদিও আপ লাইনের ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে। ট্রেন যাত্রী উজ্জ্বল চক্রবর্তী জানান, কাটোয়া হাওড়া লোকাল ধরে বৈদ্যবাটি যাচ্ছিলাম হঠাৎই জিরাট স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে পরে রেল পক্ষ থেকে মাইকিং প্রচার করে জানানো হয় বাঁশবেড়িয়া স্টেশনে ওভার হেডের তার ছিড়ে যাওয়ার ফলে ট্রেন ছাড়তে দেরি হবে । গরমের মধ্যে চরম সমস্যাতে পড়তে হয়েছে। বিকল্প কোন রাস্তা না হওয়ায় গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাবে। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে স্টেশনের মধ্যে অপেক্ষা করছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train services: বাঁশবেড়িয়া স্টেশনে ওভার-হেডের তার ছিড়ে বিপত্তি! বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেন চলাচল! আটকে বহু ট্রেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল