TRENDING:

Train Service Stopped: ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ! পরিষেবাহীন আরও দু'দিন! চরম দুর্ভোগে রাজ্যের এই শাখার নিত্য‌যাত্রীরা

Last Updated:

Train Service Stopped: হাসনাবাদ বারাসাত শাখায় ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ। দুর্ভোগের শিকার রেল যাত্রীরা, বিপাকে হকাররা। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত হাসনাবাদ ডাউন ও আপ লাইনে কাজের জন্য আজ এবং ২দিন ট্রেন বন্ধ থাকবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: হাসনাবাদ বারাসাত শাখায় ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ। দুর্ভোগের শিকার রেল যাত্রীরা, বিপাকে হকাররা। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত হাসনাবাদ ডাউন ও আপ লাইনে কাজের জন্য আজ এবং ২দিন ট্রেন বন্ধ থাকবে।
তুমুল নাকাল নিত্যযাত্রীরা
Representative Image
তুমুল নাকাল নিত্যযাত্রীরা Representative Image
advertisement

যাত্রীদের দুর্ভোগের জন্য সরকারি ও বেসরকারি বাস পর্যাপ্ত চালানোর ঘোষণা করা হয়েছে এমনকি ডব্লিউএসটিসি বাস কোথা থেকে কখন ছাড়বে তার তালিকা প্রকাশ করেছে রাজ্য পরিবহন দফতর।

আরও পড়ুন: তাপপ্রবাহ চরমে...! এবার বাংলার পথে হাঁটল আরও এক রাজ্য! নেওয়া হল স্কুল বন্ধের সিদ্ধান্ত

আরও পড়ুন: ১২ রাজ্যে বজ্রঝড়-বৃষ্টি সতর্কতা...! ৬ রাজ্যে তুমুল তাপপ্রবাহ! পশ্চিমী ঝঞ্ঝায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন! কী হতে চলেছে বাংলায়?

advertisement

নির্দিষ্ট সময় হাসনাবাদ এবং বসিরহাট প্রান্তিক জায়গা থেকে সরকারি বাসের তালিকা ও সময় দিয়ে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারপরও ট্রেন বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই যাত্রীদের। বারাসাত ও কলকাতায় অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে সকাল সকাল সরকারি ও বেসরকারি বাসে ভিড় জমাচ্ছেন যাত্রীরা।

advertisement

প্রচন্ড দাবদাহের মধ্যে সরকারি ও বেসরকারি পরিবহন ব্যবস্থার উপরে আস্থা রাখলেও গন্তব্যে পৌঁছতে সময় বেশি লাগছে। নির্দিষ্ট সময় অফিসে পৌঁছনো মুশকিল হয়ে পড়বে বলে জানাচ্ছেন অফিস যাত্রীরা।

পাশাপাশি যেসব যাত্রীরা প্রতিদিন কলকাতায় কাজের জন্য যান তারাও বিপাকে পড়েছেন। পাশাপাশি ট্রেন হকারি করে যাদের জীবিকা চলে প্রত্যেকদিন তারাও দুর্ভোগে পড়েছেন ট্রেন বন্ধ হওয়ার ফলে। আচমকা বন্ধ হয়ে গিয়েছে আয়ের পথ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Service Stopped: ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ! পরিষেবাহীন আরও দু'দিন! চরম দুর্ভোগে রাজ্যের এই শাখার নিত্য‌যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল