যাত্রীদের দুর্ভোগের জন্য সরকারি ও বেসরকারি বাস পর্যাপ্ত চালানোর ঘোষণা করা হয়েছে এমনকি ডব্লিউএসটিসি বাস কোথা থেকে কখন ছাড়বে তার তালিকা প্রকাশ করেছে রাজ্য পরিবহন দফতর।
আরও পড়ুন: তাপপ্রবাহ চরমে...! এবার বাংলার পথে হাঁটল আরও এক রাজ্য! নেওয়া হল স্কুল বন্ধের সিদ্ধান্ত
advertisement
নির্দিষ্ট সময় হাসনাবাদ এবং বসিরহাট প্রান্তিক জায়গা থেকে সরকারি বাসের তালিকা ও সময় দিয়ে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারপরও ট্রেন বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই যাত্রীদের। বারাসাত ও কলকাতায় অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে সকাল সকাল সরকারি ও বেসরকারি বাসে ভিড় জমাচ্ছেন যাত্রীরা।
প্রচন্ড দাবদাহের মধ্যে সরকারি ও বেসরকারি পরিবহন ব্যবস্থার উপরে আস্থা রাখলেও গন্তব্যে পৌঁছতে সময় বেশি লাগছে। নির্দিষ্ট সময় অফিসে পৌঁছনো মুশকিল হয়ে পড়বে বলে জানাচ্ছেন অফিস যাত্রীরা।
পাশাপাশি যেসব যাত্রীরা প্রতিদিন কলকাতায় কাজের জন্য যান তারাও বিপাকে পড়েছেন। পাশাপাশি ট্রেন হকারি করে যাদের জীবিকা চলে প্রত্যেকদিন তারাও দুর্ভোগে পড়েছেন ট্রেন বন্ধ হওয়ার ফলে। আচমকা বন্ধ হয়ে গিয়েছে আয়ের পথ।
জুলফিকার মোল্লা