আরও পড়ুন: ‘নেতাজি’ হয়ে ওঠার দুষ্প্রাপ্য ছবি! দেশলাই কাঠি দিয়ে তৈরি প্রতিকৃতি দেখলে অবাক হবেন
অবতরণ করা বিমানগুলির ক্ষেত্রেও রানওয়েতে নামতে অসুবিধার সম্মুখীন হন পাইলট। এছাড়া, কুয়াশার প্রভাবে আপ ও ডাউন ট্রেন চলাচলেও পরে প্রভাব। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট দেরিতে চলাচল করে বেশ কিছু ট্রেন। সকালের ব্যস্ত সময় তাই কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হন নিতে যাত্রীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে, রোদের মুখ দেখতেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ব্যাপক দেরি ঘটছে।
advertisement
আরও পড়ুন: বর্ধমানে গান গাইতে এসে ‘বিশেষ’ উপহার পেলেন গায়ক অনুপম, শুনলে অবাক হবেন
এর পাশাপাশি ব্যারাকপুর মহকুমা এলাকার ফ্রি সার্ভিসে তেমনভাবে প্রভাব না পড়লেও, সুন্দরবন লাগোয়া বসিরহাট মহকুমায় কুয়াশা থাকায় কিছুটা হলেও প্রভাব পড়ে ফেরি সার্ভিসে। তবে বিষয়টি নিয়ে ব্যারাকপুর মহকুমার এসডিও সৌরভ বারিক জানান, ফেরি সার্ভিস বন্ধ হওয়ার এখনও পর্যন্ত কোন খবর নেই। বেলা বাড়ার পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। অনেকেই এদিন সকালের ঘন কুয়াশার ছবি সোশ্যাল মিডিয়ায় করেছেন শেয়ার।
Rudra Narayan Roy